দেশ চলেছে ভুল পথে , চাপে দিশেহারা ইমরান !

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- দেশ চলেছে ভুল পথে । গোটা বিশ্বে সন্ত্রাসের আশ্রয়দাতা বা আঁতুরঘর হিসেবে কোণঠাসা ইমরান খানের দেশ। সন্ত্রাসের আর্থিক মদত দাতার অভিযোগে ঢুকতে হয়েছে এফএটিএফের অতি ধূসর তালিকাতে। এদিকে IPSOS প্রকাশ করেছে একটি সমীক্ষার রিপোর্ট , তাতে দেখা যাচ্ছে ৭৭ শতাংশ পাকিস্তানিই মনে করছেন দেশ চলেছে ভুল পথে। পাকিস্তানি নাগরিকরা তাদের দেশের ভবিষ্যৎ নিয়ে এতটা হতাশ হয়ে পড়েছেন।

India -chin-and-pakistan

প্রসঙ্গত দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি এত খারাপ সেটা সামগ্রিক ভাবে মনে করছেন ৩৬ শতাংশ মানুষ। এছাড়াও ৫১ শতাংশ অবশ্য এখনও এই নিয়ে সংশয়ে আছেন। তাঁরা দেশের অর্থনীতি নিয়ে কোনও মতই দিতে পারেননি। যদিও বাকি সমীক্ষা থেকে দেখা গিয়েছে, ইমরানের দেশের সব প্রদেশেই তীব্র সংকটে অর্থনীতি। মারাত্মক খাদ্য সংকটও অপেক্ষা করছে তাদের জন্য। দেশের দারিদ্র, বেকারত্ব এবং লাগাতার করোনা সংক্রমণের ধাক্কাকেও দেশের মূল সমস্যা বলে মনে করছেন সেই দেশের মানুষ। এছাড়াও একেবারে শীর্ষে রয়েছে মুদ্রাস্ফীতি।

আরো পড়ুন :- আবার হতে পারে সার্জিক্যাল স্ট্রাইক ! আতঙ্কে পাকিস্তান

তবে বিশেষজ্ঞরা বলছে পাকিস্তান চরম গৃহ যুদ্ধের দিকে যাচ্ছে। লাগাতার আন্দোলনে বালোচ ও সিন্ধুর মানুষেরা। মুক্তি চাইছেন পাক অধিকৃত কাশ্মীরের মানুষেরা। দেশের সেনার সাথে এমনিতেই শীতল সম্পর্ক চলছে ইমরানের। এক সাথে জোট বেঁধে ইমরানের বিরুদ্ধে ভুট্টো ও নওয়াজের দল। ফলে মারাত্মক চাপে দিশেহারা ইমরান খান। সাম্প্রতিক এক সমীক্ষা থেকে এমন ছবিই উঠে আসছে।

Highlights

1. দেশ চলেছে ভুল পথে

2. সাম্প্রতিক এক সমীক্ষা থেকে এমন ছবিই উঠে আসছে

#PAK #Imran

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন