ধর্মনিরপেক্ষতায় কোপ, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা ! জানুন বাংলাদেশের সংবিধান সংস্কারে কী প্রস্তাব কমিশনের ?

By Bangla News Dunia Dinesh

Published on:

 

Bangla News Dunia, দীনেশ : বাংলাদেশের (Bangladesh) সংবিধানে ‘ধর্মনিরপেক্ষ’ শব্দটির প্রয়োজন নেই। সম্প্রতি এমনটাই জানিয়েছিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অ্যাটর্নি জেনারেল মহম্মদ আসাদুজ্জামান। এবার এই শব্দটি বাদ দেওয়ার সুপারিশ করেছে বাংলাদেশের সংবিধান সংস্কার কমিশন (Constitutional Reform Commission)। সুপারিশে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ‘ধর্মনিরপেক্ষতা’ শব্দটিকে বাদ দেওয়া হয়েছে (Secularism)। বুধবার অধ্যাপক আলি রিয়াজের নেতৃত্বাধীন সংবিধান সংস্কার কমিশন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে সংস্কারের সুপারিশ সম্পর্কিত রিপোর্ট তুলে দিয়েছে। যা স্বাভাবিকভাবেই নতুন করে বিতর্ক উসকে দিয়েছে।

বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে খবর, বর্তমানে রাষ্ট্র পরিচালনার চার মূলনীতির মধ্যে তিনটি বাদ দেওয়ার সুপারিশ করেছে সংবিধান সংস্কার কমিশন। বর্তমানে সংবিধানে রাষ্ট্র পরিচালনার যে চার মূলনীতি রয়েছে সেগুলি হলো জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা। এর মধ্যে শুধু গণতন্ত্র বহাল রেখে রাষ্ট্র পরিচালনার আরও নতুন চারটি মূলনীতির সুপারিশ করা হয়েছে। সুপারিশ করা নতুন পাঁচটি মূলনীতি হল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, বহুত্ববাদ ও গণতন্ত্র।

আরো পড়ুন :- সাংবাদিকের সঙ্গে প্রেমে মজে মেসি? মুখ খুললেন মার্তিনেজ়

এই তিন মূলনীতি বাদ দেওয়ার বিষয়ে সংস্কার কমিশনের তরফে বলা হয়েছে, কমিশন সংবিধানের মূলনীতি ও রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র ও জাতীয়তাবাদের পাশাপাশি সংশ্লিষ্ট সংবিধানের ৮, ৯, ১০ ও ১২ অনুচ্ছেদগুলিও বাদ দেওয়ার সুপারিশ করা হয়েছে। এদিন আরও তিনটি সংস্কার কমিশনের রিপোর্টও ইউনূসের কাছে জমা দেওয়া হয়েছে। বাকি তিনটি কমিশন হল নির্বাচন ব্যবস্থা, দুর্নীতি দমন কমিশন ও পুলিশ সংস্কার কমিশন। সংবিধান সংশোধনের ক্ষেত্রে গণভোটের পাশাপাশি দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ চালুর সুপারিশও করা হয়েছে। পরবর্তী পদক্ষেপ হিসেবে রাজনৈতিক দলগুলির সঙ্গে সংস্কার কমিশনগুলির সুপারিশ নিয়ে আলোচনায় বসবে অন্তর্বর্তী সরকার। সেই আলোচনার পরই সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করা হবে।

আরো পড়ুন :- বরফে ঢাকা গ্রিনল্যান্ড কিনতে কেন এত মরিয়া হয়ে উঠেছেন ট্রাম্প? জানতে পড়ুন বিস্তারিত

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন