ধূমপান ছাড়তে মাথায় লোহার খাঁচা ! নেশামুক্তি নাকি মুক্তির নেশা ?

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, দীনেশ : যেকোনও জিনিসের প্রতি অত্যাধিক আসক্তি ঠিক নয়। আর সেটা যদি হয় ধূমপানের নেশা তাহলে এর থেকে খারাপ আর কিছু হতে পারে কি? ধূমপানের নেশা ছাড়ার(Quit Smoking) চেষ্টা করে আবারও ফিরে যাওয়া সেই আসক্তির পথে, এমন উদাহরণ আমরা ভুড়ি ভুড়ি দেখতে পাই আমাদের চারপাশের মানুষগুলির ভিড়ে। তবে সেই ভিড়ের মধ্যেই দেখা মেলে এমন কিছু মানুষের যারা তাঁদের অদম্য মনোবলের দরুন বাস্তবেই ছাড়তে পেরেছেন এই মারণ নেশা। তবে এই ধূমপান ছাড়ার জন্য এমন কিছু পন্থা মাঝেমধ্যে অনুসরণ করতে দেখা যায় কিছু মানুষকে,যা দেখে আদতেই চমকে উঠতে হয় আমাদের।

আরও পড়ুন:– হাওড়ার রাবার পার্কে দেড় হাজার কোটি টাকার লগ্নির আশা, হবে ১০০০০ কর্মসংস্থান

এমনই এক কাণ্ড ঘটিয়েছিলেন ইব্রাহিম ইউসেল নামক এক টার্কিশ ব্যক্তি। প্রতিদিন নাকি অন্তত ২ প্যাকেট সিগারেট সাবাড় করে দিতেন এই ইব্রাহিম। আর নিজের সন্তানদের জন্মদিন বা নিজেদের বিবাহবার্ষীকির মতো বিশেষ দিনগুলিতে তিনি ছেড়ে দিতেন থুড়ি ছেড়ে দেওয়ার চেষ্টা করতেন তাঁর এই নেশা। কিন্তু দিনকয়েক পরেই আবার যেই কে সেই। এইভাবে চলে আসছিল ২৬ বছর ধরে। তারপরেই তিনি ধূমপান ছাড়ার এক অভিনব তথা অদ্ভুত রাস্তা বের করেন। নিজের গোটা মাথাটাই তিনি মুড়ে ফেলেন একটি হেলমেট আকৃতির লোহার খাঁচা দিয়ে। দরকারে তাঁর স্ত্রী চাবি দিয়ে সেই খাচায় লাগানো তালা খুলে দিতেন। এই ঘটনার ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই মুহূর্তের মধ্যে হটকেকের মত ভাইরাল হয়ে যায়। তবে ইব্রাহিম কি আদৌ পুরোপুরিভাবে ধূমপান ছেড়ে দিয়েছেন কিনা সেই বিষয়ে কোনও পোক্ত প্রমাণ মেলেনি।

আরও পড়ুন:– বিপাকে দিঘার ২৪টি হোটেল, বাসি খাবার বিক্রি, ধরা পড়ল আরও অনেক কিছুই

উল্লেখ্য, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন(WHO)-এর তথ্য অনুসারে, প্রতিবছর প্রায় ৮ মিলিয়ন(ভারতীয় হিসাবে ৮০ লক্ষ) মানুষের মৃত্যু হয় তামাকজাত দ্রব্যের সেবনের কারণে। এই তামাকজাত দ্রব্যের সেবনের ফলে মৃত্যুর ঘটনা সবচেয়ে বেশি নজরে আসে নিম্ন এবং মধ্য অর্থনীতির দেশগুলিতে। কারণ মূলত এইসব দেশগুলিকেই নিজেদের টার্গেট মার্কেট হিসাবে বেছে নেয় তামাকজাত দ্রব্য প্রস্তুতকারী সংস্থাগুলি। যারা ধূমপান করেন না তাঁরাও কিন্তু প্যাসিভ স্মোকিং-এর ফলে বেশ ভালোরকমের শারীরিক ক্ষতির শিকার হন। এইরকম প্যাসিভ স্মোকিং-এর ফলে ঘটা মৃত্যুর সংখ্যাটাও কিন্তু নেহাত কম নয়, বার্ষিক ১.২ মিলিয়ন(১২ লাখ)।

আরও পড়ুন:– কপিল শর্মা, রাজপাল যাদব-সহ ৪ তারকাকে প্রাণে মারার হুমকি, পাকিস্তান থেকে ই-মেল

আরও পড়ুন:– লক্ষ্মীবারে লক্ষ্মীলাভ এই দুই IT কোম্পানির, কেন এক লাফে এতটা বাড়ল শেয়ার দর ?

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন