নতুন আবিষ্কার টোটো চালকের

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

BBangla News  Dunia, শারদীয়া রায় :-  করোনা আবহে টোটো চালকের চমকপ্রদ আবিষ্কারে বিস্মিত গোটা দেশ। এমনকি তার আবিষ্কার মন কেড়েছে ভারতের অন্যতম শিল্পপতি আনন্দ মাহিন্দ্রার। তিনি এই বিস্ময়কর প্রয়াসের ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তাকে  মাহিন্দ্রা গ্রুপে চাকরির অফারও  দিয়েছেন।

আরো পড়ুন :- এবারে ১ লক্ষ হাইড্রক্সিক্লোরোকুইন বাংলাদেশকে দিল ভারত

লক ডাউনের জেরে গোটা বিশ্ব এই মুহূর্তে গৃহবন্দী। প্রয়োজনে বাইরে বেরোলেও করোনা সংক্রমণের ভয়ে বাধ্য হয়ে মেনে চলতে হচ্ছে সোশ্যাল ডিস্ট্যানসিং। এর ফলে অনেক গাড়িচালক থেকে শুরু করে বিভিন্ন পেশার মানুষেরা চরম আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন। এই রকম পরিস্থিতিতে সোশ্যাল ডিস্ট্যানসিং মেনে কিভাবে নিজের পেশাকে বজায় রাখা যায় তার উদাহরণ রেখেছেন ওই বাংলাদেশী টোটো চালক।

নিজের টোটোকে নয়া রূপ  দিয়ে চমকে দিয়েছেন এই  টোটো চালক। সতর্কতা অবলম্বনের ক্ষেত্রে তার এই আবিষ্কার  মন কেড়েছে নেটিজেনদের। জরুরি কাজের জন্য রাস্তায় বের হওয়া  মানুষগুলিকে নিজেদের গন্তব্যে পৌঁছে দেয়ার জন্য তিনি তার টোটো পরিষেবা চালু রেখেছেন । পাশাপাশি সামাজিক দূরত্ব বাজার রাখার উপায়ও  বের করেছেন । ওই টোটো চালক নিজের টোটোকে অ্যালুমিনিয়ামের স্টিক এবং কাপড় দিয়ে চার কামরার টোটোতে পরিণত করেছেন যাতে থাকছে নিজের জন্য আলাদা কামরাও।  অর্থাৎ  বর্তমানে টোটোতে  চালক সহ পাঁচজন যাত্রী থাকলেও সামাজিক দূরত্ব বজায় থাকবে। যা এই মুহূর্তে করোনা সংক্রমণ থেকে বাঁচার উপায় যতদিন পর্যন্ত না প্রতিষেধক আবিষ্কার হয়। টোটোর পেছন দিকে চার জন আলাদা ভাবে বসতে পারবেন আর সামনে চালক সহ একজনের বসার ব্যবস্থা আছে।  বেশির ভাগ নেটিজনদের বক্তব্য সত্যি এটি যুগান্তকারী  আবিষ্কার।

আরো পড়ুন :- WHO করোনা সুস্থদের ইমিউনিটি নিতে রাজি না

Highlights

  • নিজের টোটোকে চার কামরার টোটো বানালেন  এই বাংলাদেশী চালক 
  • পাঁচজন যাত্রী থাকলেও বজায় থাকবে সোশ্যাল ডিস্ট্যানসিং 
  • আনন্দ মাহিন্দ্রা তাকে চাকরির অফার দিয়েছেন 
  • নেটিজেনদের মতে এটি একটি যুগান্তকারী আবিষ্কার 

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন