Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- নতুন ভারত বিরোধী ষড়যন্ত্র পাকিস্তানের। পাকিস্তানের ইমরান খান সরকার গিলগিট-বালুচিস্তানে সাধারণ নির্বাচনের ঘোষণা করে দিয়েছে। পাকিস্তান ১৮ আগস্ট গিলগিট-বালুচিস্তানে সাধারণ নির্বাচনের আয়োজন করবে। পাকিস্তানের সুপ্রিম কোর্ট দ্বারা বালুচিস্তানে নির্বাচনের অনুমতি দেওয়ার পর পাকিস্তান এই ঘোষণা করেছে। যদিও, ভারত আগের থেকে এই নির্বাচনের কড়া বিরোধিতা করে আসছে।
পাকিস্তানের সুপ্রিম কোর্ট গত ৩০ এপ্রিল ইমরান খান সরকারকে গিলগিট-বালুচিস্তানে নির্বাচন করানোর জন্য ২০১৮ এর প্রশাসনিক আদেশের সংশোধন করার অনুমতি দিয়েছিল। পাকিস্তানের রাষ্ট্রপতি ভবনের তরফ থেকে জারি বয়ান অনুযায়ী, রাষ্ট্রপতি আরিফ আলবি শনিবার গিলগিট-বালুচিস্তানে ১৮ ই আগস্ট ২০২০ এর বিধানসভা নির্বাচন করানোর অনুমতি দিয়েছেন।
বিভিন্ন সূত্র অনুযায়ী, গিলগিট-বালুচিস্তানে পাক নির্বাচন কমিশন ২৪ টি নির্বাচনী এলাকায় নির্বাচনের আয়োজন করবে। ভারত গত মাসে নয়া দিল্লীতে এক বরিষ্ঠ পাকিস্তানি কূটনীতিবীদকে সীমা নির্দেশ জারি করে আর পাকিস্তানের সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের কড়া বিরোধিতা করে।
ভারত পাকিস্তানকে এটাও স্পষ্ট রুপে জানিয়ে দেয় যে, জম্মু কাশ্মীর আর লাদাখের পুরো বর্তমানে কেন্দ্র শাসিত অঞ্চল। যেখানে গিলগিট আর বালুচিস্তান অঞ্চলও যুক্ত আছে, সেটা ভারতের অভিন্ন অংশ। বিদেশ মন্ত্রালয় জানিয়েছে যে, পাকিস্তান সরকার অথবা পাকিস্তানের বিচার ব্যবস্থার কাছে অবৈধ রুপে আর জোর করে কবজা করা অঞ্চলে হস্তক্ষেপের কোন অধিকার নেই। তাই এই নিয়ে আন্তর্জাতিক ক্ষেত্রে কড়া পদ্ধক্ষেপ নেবে ভারত।
Highlights
1. নতুন ভারত বিরোধী ষড়যন্ত্র পাকিস্তানের
2. পাকিস্তানের ইমরান খান সরকার গিলগিট-বালুচিস্তানে সাধারণ নির্বাচনের ঘোষণা করে দিয়েছে
#গিলগিট-বালুচিস্তান #জম্মু কাশ্মীর