নতুন ভ্যাকসিন আবিষ্কার করলো রাশিয়া , এক ডোজ যথেষ্ট !

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, দীনেশ দেব :- রাশিয়া আগেই ‘স্পুটনিক ভি’ নামের ভ্যাকসিন বানিয়েছে ,যা ভারতে লাগানো ও শুরু হয়ে গেছে। এছাড়া রাশিয়া এই ‘ স্পুটনিক ভি ‘ ভ্যাকসিনের উৎপাদন ভারতে করতে চায়। সেই অনুযায়ী ভারতের কয়েকটি ভ্যাকসিন উৎপাদন কোম্পানির সাথে কথা ও বলেছে রাশিয়া। কিছু দিনের মধ্যেই ভারতে ‘স্পুটনিক ভি’ ভ্যাকসিন উৎপাদন শুরু হয়ে যাবে। এরই মধ্যে আরো এক ভ্যাকসিন বানিয়ে সারা বিশ্বে খুশির খবর দিলো রাশিয়া।

আরো পড়ুন :- করোনা কালে শরীরের ইমিউনিটি বাড়াতে কি করা উচিত জানালো WHO

রাশিয়া নতুন ভ্যাকসিনের নাম দিয়েছে ” স্পুটনিক লাইট ” , এই ভ্যাকসিনের সবচেয়ে ভালো ব্যাপার হলো যে এই ভ্যাকসিনের একটি ডোজ।  এক ডোজেই করোনা থেকে মুক্তি পাওয়া যাবে। কোনো দ্বিতীয় ডোজ নিতে হবে না।

banner_land

রাশিয়া এই ” স্পুটনিক লাইট ” ভ্যাকসিন ভারতে তৈরি করতে চায়। কারণ ভারতে প্রচুর ফার্মা কোম্পানি আছে যারা এই ভ্যাকসিন প্রচুর পরিমানে উৎপাদন করে সারা বিশ্বে রপ্তানি করতে পারবে। এই ভ্যাকসিন ভারতে ব্যবহারের জন্য ছাড় পেলে ভারতের কাছে ৪ প্রকারের ভ্যাকসিন এসে যাবে। আর এই ভ্যাকসিনের সবচেয়ে বড় ব্যাপার হলো এর একটি ডোজই মানুষকে লাগাতে হবে। ফলে অল্প সময়ের মধ্যে বেশি পরিমান মানুষকে এই ডোজ লাগানো যাবে।

আরো পড়ুন :- কি করে বুঝবেন আপনার উপসর্গহীন করোনা হয়েছে কি না ?

আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন

বিশেষ বিজ্ঞপ্তি :- বর্তমান সময়ে আমরা সকল দেশ বাসি করোনা মহামারীর মধ্যে দিয়ে যাচ্ছি। দেশে করোনা মারাত্মক আকার ধারণ করেছে। এই অবস্থায় নিজের ও নিজের পরিবারের খেয়াল রাখুন। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বেরোবেন না। আপনার সময় আসলে ভ্যাকসিন নিন। এতে করোনা থেকে মুক্তি পাবেন। ভয় পাবেন না নিয়ম মেনে চলুন। নিজে সুস্থ থাকুন ও অপরকে সুস্থ রাখুন। একদিন খারাপ সময় কেটে গিয়ে ভালো সময় আসবে।

আরো পড়ুন :- এবার খোলা বাজারে আসতে চলেছে করোনার ট্যাবলেট

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন