Bangla News Dunia , অজয় দাস :- ইসরায়েলের সাথে প্যালেস্টাইনের আতঙ্কবাদী সংগঠন হামাসের লড়াই চলছে। তারই সাথে ইসরায়েলে বসবাস কারী আরবের মানুষরা প্যালেস্টাইনের সমর্থনে ইসরায়েলের ভিতরেই হামলা চালাচ্ছে। ফলে দেশের ভিতরে ও দেশের বাইরে যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এরই সাথে ৫৭ দেশের ইসলামিক সংগঠন ইসরায়েলের উপর চাপ সৃষ্টি করার চেষ্টা করছে।
Even while #IsraelIsUnderAttack,
another airplane with oxygen devices and other emergency medical equipment from Israel arrived in Delhi. @ILAerospaceIAI has sent medical aid to #India. #IsraelStandsWithIndia in its #FightAgainstCOVID19. 🇮🇱🇮🇳 pic.twitter.com/rVcBCp1EQn— Ron Malka 🇮🇱 (@DrRonMalka) May 16, 2021
এই পরিস্থিতিতে ও ইসরায়েল তার পরম মিত্র ভারতের কথা ভোলেনি। ইসরায়েল ভারতকে বলেছিলো যে ভারতকে সাহায্য পাঠাবে। সেই অনুযায়ী আগেই অনেক সাহায্য পাঠিয়েছে। এবার আরো একবার ভারতকে সাহায্য পাঠালো ইসরায়েল। এরই সাথে ইসরায়েলে যেই ভারতীয় নার্স মারা গেছিলো তার পার্থিব শরীর ও তার পরিবারকে দেয় ইসরায়েল। ইসরায়েলের এই কঠিন পরিস্থিতিতে ও ভারতকে সাহায্য করাকে প্রকৃত বন্ধুর পরিচয় বলে কি আপনি মনে করেন ? নিচে কমেন্ট বক্সে আপনার মতামত জানান।
আরো পড়ুন :- ভারত বাদে বিশ্বের ২৫ টি দেশকে ধন্যবাদ জানালো নেতানিয়াহু , তবে কি দেরি করে ফেললো ভারত ?
আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
বিশেষ বিজ্ঞপ্তি :- বর্তমান সময়ে আমরা সকল দেশ বাসি করোনা মহামারীর মধ্যে দিয়ে যাচ্ছি। দেশে করোনা মারাত্মক আকার ধারণ করেছে। এই অবস্থায় নিজের ও নিজের পরিবারের খেয়াল রাখুন। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বেরোবেন না। আপনার সময় আসলে ভ্যাকসিন নিন। এতে করোনা থেকে মুক্তি পাবেন। ভয় পাবেন না নিয়ম মেনে চলুন। নিজে সুস্থ থাকুন ও অপরকে সুস্থ রাখুন। একদিন খারাপ সময় কেটে গিয়ে ভালো সময় আসবে।
আরো পড়ুন :- ইহুদিরা এতো শক্তিশালী কেনো ? ইহুদিদের শক্তিশালী হওয়ার পিছনের ইতিহাস জানুন