নির্বাচন নয়, মুজিবকন্যাকে ‘শাস্তিই’ মূল লক্ষ্য ইউনূস সরকারের কাছে ?

By Bangla News Dunia Dinesh

Published on:

 

Bangla News Dunia, দীনেশ :- শেখ হাসিনা (Sheikh Hasina) গদিচ্যূত হওয়ার পর বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেন নোবেল জয়ী অর্থনীতিবিদ মুহম্মদ ইউনূস (Md Yunus)। সেই দায়িত্বের সময় পেরিয়েছে ৫ মাস। আর কবে হবে বাংলাদেশের নির্বাচন (Election)? তা জানার জন্য আগ্রহী প্রত্যেকেই। কিন্তু নির্বাচন নিয়ে সে দেশের অন্তর্বর্তী সরকার কিছুই নিশ্চিত করে না জানালেও ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম জানান, ‘শেখ হাসিনার বিরুদ্ধে দুর্নীতির তদন্তই অন্তর্বর্তী সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার।’ তাহলে কি নির্বাচনের থেকেও বড় হয়ে দাঁড়িয়েছে মুজিবকন্যাকে শাস্তি দেওয়া? এমন প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে।

আরো পড়ুন :- ‘আমি যতদিন সভাপতি ছিলাম, পার্টি হু হু করে বেড়েছে’ কাকে ইঙ্গিত করে এমন বললেন দিলীপ ঘোষ ?

রাজধানী ঢাকায় (Dhaka) এক সাংবাদিক বৈঠক করে শফিকুল আলম বলেন, ‘শেখ হাসিনার বিরুদ্ধে ২১ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগের তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অন্তর্বর্তী সরকারের কাছে এটাই সর্বোচ্চ অগ্রাধিকার। হাসিনা একটা চোরতন্ত্র এখানে জারি করেছিলেন। এই চোরতন্ত্রে কারা কারা তাঁর সঙ্গে মহাচুরিতে জড়িত ছিলেন, এটা বাংলাদেশের মানুষ জানতে চান। এটা জানানো সরকারের একটা নৈতিক দায়িত্ব।’

তাঁর আরও সংযোজন, ‘বিগত ১৫ বছরে যে ধরনের অপরাধগুলো হয়েছে বাংলাদেশে, সেটা তো চিন্তা করা যায় না। প্রায় সাড়ে তিন হাজার গুমের ঘটনা হয়েছে। বিচারবহির্ভূত খুন হয়েছে কয়েক হাজার। জুলাই-আগস্টে প্রাণ হারিয়েছেন প্রায় ১৫০০। তারপর শাপলা চত্বর হত্যাকাণ্ড, দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুর পরও বড় একটা হত্যাকাণ্ড হয়েছে। এমনকি হাসিনার আমলে ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে, যা আঁতকে ওঠার মতো।’

আরো পড়ুন :- পাকিস্তান থেকে জাহাজ ভর্তি পণ্য পৌঁছাল বাংলাদেশে, জানুন কী কী আমদানি করা হল ?

উল্লেখ্য, ইউনূসের শাসনকালে অশান্ত বাংলাদেশ। হিন্দুরা অত্যাচারের স্বীকার। ভাঙা হচ্ছে একের পর এক মন্দির। অধিকাংশেরই ধারণা এমতাবস্থায় একমাত্র শান্তি ফেরাতে পারে নির্বাচিত সরকার। কিন্তু ইউনূস সরকার নিজেদের আখের গোছানোর জন্য নির্বাচনের দিনক্ষণ প্রকাশ করছে না। অন্যদিকে, ইউনূসের প্রেস সচিবের বক্তব্য থেকে ওয়াকিবহাল মহলের কাছে কার্যত একটা বিষয় স্পষ্ট যে, নির্বাচন নয়, মুজিবকন্যাকে ‘শাস্তি’ দেওয়াই তাঁদের মূল লক্ষ্য।

আরো পড়ুন :- ‘বাংলাদেশের চিঠি পেয়েছি’, জানুন হাসিনাকে ফেরানো নিয়ে কী বলল কেন্দ্র ?

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন