Bangla News Dunia, S. Datta Roy – নেপালের পর চীন এবার ভুটানের অংশও নিজেদের বলে দাবি করলো ,ভারতের ওপরে চাপ সৃষ্টি করতেই চীনের এই দাবি। ভুটান ভারতের বন্ধু রাষ্ট্র একথা সকলেরই জানা। নেপালকে নিজের দলে টানার পর বেজিং থিম্পুকেও নিজের দোসর বানাতে চাইছে। চীন জানিয়েছে -ভুটানের পূর্ব ,মধ্য ও পশ্চিম অংশে অনেকদিন ধরেই বিবাদ আছে। চীন এও বলেছে যে -তাদের সাথে বিতানের বিবাদে যেন কোনো তৃতীয়পক্ষ হস্তক্ষেপ না করে।
সাকতেঙ অভয়ারণ্যের জন্য অনুদান পেতে ভুটান আবেদন জানিয়েছিল। কিন্তু চীন তাতে বাদ সাধে। চীনের আপত্তি সত্ত্বেও ভুটান অনুদান পায়। সাকতেঙ অভয়ারণ্য ভুটানের ত্রাসিগাং প্রদেশে অবস্থিত। ২০১৭ সালে ভুটানের অন্তর্গত ডোকলামে চীনের সেনাবাহিনী ঢুকে পড়েছিল। সেখানে রাস্তা বানানোর প্রস্তুতি শুরু করে চীন ,তখন ভারতীয় সেনাবাহিনী পাল্টা প্রতিরোধ গড়ে তুললে পরে স্থিতাবস্থা ফিরে আসে।
জানা যায় -বেশ কিছুদিন ধরেই শিলিগুড়ি করিডরের ওপর নজরদারি চালানোর জন্য ভুটানের তোর্সা নদীর সমান্তরাল একটি রাস্তা নির্মাণের কাজ শুরু করেছে চীন। ভুটানি সংবাদপত্র ‘ দ্য ভুটানিজ ‘ -এর সম্পাদক জানিয়েছেন -পূর্ব ভুটানে চীনের সাথে তাদের কোনো বিবাদ নেই। চীনের সঙ্গে ২ তো অংশ নিয়েই সীমান্ত সমস্যা আছে যা এখনো মেটেনি। একটি ভুটানের পশ্চিম অংশে ২৬৯ বর্গ কিমি এবং অন্যটি উত্তর -মধ্য ভুটানের ৪৯৫ বর্গ কিমি এলাকা।
Highlights
১. ভারতের ওপর চাপ সৃষ্টি করতে চীন ভুটানের অংশও নিজেদের বলে দাবি করে।
২. ২০১৭ সালে ভুটানের অন্তর্গত ডোকলামে চীনের সেনাবাহিনী ঢুকে পড়েছিল।
৩. বেশ কিছুদিন ধরেই শিলিগুড়ি করিডরের ওপর নজরদারি চালানোর জন্য ভুটানের তোর্সা নদীর সমান্তরাল একটি রাস্তা নির্মাণের কাজ শুরু করেছে চীন।
# ভুটান – চীন – ভারত # সীমান্ত সমস্যা