Bangla News Dunia, S. Datta Roy – নেপালের কমিউনিস্ট পার্টি নেতৃত্বের সংকট মেটাতে গতকাল শনিবারের স্থায়ী কমিটির বৈঠক আগামীকাল সোমবার পর্যন্ত স্থগিত করলো। কিন্তু তবুও প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলির সংকট কাটেনি। তার ইস্তফা চাইছে দলের অপর চেয়ারম্যান প্রচন্ড। দলের অন্য দুই প্রাক্তন প্রধানমন্ত্রী মাধবকুমার নেপাল ও ঝালনাথ খানাল এবং বামদেব গৌতমও ওলির বিরুদ্ধে হওয়ায় প্রচন্ডর পাশে এসে দাঁড়ানোর ফলে কার্যত একঘরে হয়ে পড়েছে অলি।
শনিবার রাতে মন্ত্রিসভার সদস্যদের নিজের বাসভবনে রেখে অলি গেছে রাষ্ট্রপতি বিদ্যা ভাণ্ডারীর সঙ্গে পরামর্শ করতে। দলীয় সূত্রে খবর এবার তিনি একটি অর্ডিন্যান্স জারি করে ক্ষমতা আঁকড়ে থাকার চেষ্টা করছেন। এই অর্ডিন্যান্সে দলীয় নেতৃত্ব ও সংসদীয় দোলে সংখ্যা গরিষ্ঠতা হারিয়েও প্রধানমন্ত্রী থাকার বিধান আনা হতে পারে।
নিজের দলে নিজেই কোনঠাসা হয়ে পড়ার পরেই ভারতের ৩ টি অঞ্চল কালাপানি ,লিপুলেখ ,লিপিয়াধুরা -কে অন্তর্ভুক্ত করে নতুন মানচিত্র পার্লামেন্টে অনুমোদন কোরান তিনি। প্রচন্ড -খানাল -নেপাল গোষ্ঠীর অভিযোগ দলকে না জানিয়ে ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ভয়াবহ কূটনৈতিক বিপর্যয় ডেকে এনেছেন অলি। শুক্রবার দলের স্থায়ী কমিটির বৈঠকে প্রচন্ড জানান -ভারত নয় ,দলের অন্যতম প্রধান হিসেবে তিনিই তার পদত্যাগ চাইছেন।
Highlights
১. নিজের দলেই কোনঠাসা অবস্থা ওলির।
২. তার ইস্তফা চাইছে দলের অপর চেয়ারম্যান প্রচন্ড।
# নেপাল # কে পি শর্মা ওলি # প্রচন্ড