Bangla News Dunia, সারদা দে :- টাকার নোট এবং করোনা মোকাবিলায় অন্যতম জরুরি উপাদান মাস্কে কতক্ষন বাঁচে করোনা ?সম্প্রতি হাতে এসেছে হংকং বিশ্ববিদ্যালয়ের একটি রিপোর্ট।
সেখানে বলা হয়েছে যে টাকার নোটে ১ দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে করোনা ভাইরাস। এমনকি ব্যাংক থেকে আসা নতুন নোটেও ১ দিনের বেশি করোনা ভাইরাসের বেঁচে থাকার সম্ভবনা বেশি। ২০১৫ সালে দিল্লির ইন্সটিটিউট অব জিনোমিকস অ্যান্ড ইন্টিগ্রেটিভ বায়োলজি র বিজ্ঞানীরা তাদের এক গবেষণাযা জানিয়েছিলেন যে ভারতের বাজারে চালু নোটগুলির ডিএনএ পরীক্ষা করে তাতে অন্তত ৭৮ রকমের বিপজ্জনক মাইক্রোবের অস্তিত্ব পেয়েছিলেন যা থেকে ছড়াতে পারে মারাত্মক রোগ। এমনকি বাংলাদেশের একদল গবেষক গত অগাস্ট মাসে পরীক্ষা করে বলেছিলেন যে কাগুজে নোট এবং ধাতব মুদ্রায় কোলাই জাতীয় ব্যাকটেরিয়ার অস্তিত্ব আছে। তারা আরো বলেছিলেন যে টাকা বা ডলারের ব্যবহার ও আন্তর্জাতিক বিনিময়ের মাধ্যম করোনা ভাইরাস শুধু একটি দেশে নয় বরং ছড়িয়ে পড়তে পারে সারা বিশ্বে।
[ আরো পড়ুন : অর্থনীতিকে চাঙ্গা করতে প্যাকেজ ]
তাদের মতে ভাইরাস বাহকের শরীরে সক্রিয় থাকে কিন্তু অন্যত্র নিষ্ক্রিয় থাকে। টাকায় নিষ্ক্রিয় থাকলেও মানুষের সংস্পর্শে এসে এটি রোগের সৃষ্টি করতে পারে। এই সংক্রমণ থেকে বাঁচতে বিশেষজ্ঞরা ব্যাংঙ্ক নোট এড়িয়ে স্পর্শবিহীন মাধ্যম বা প্রযুক্তির সাহায্যে লেনদেনের আর্জি জানিয়েছিলেন। সাথে দিয়েছিলেন কিছু নির্দেশিকা :
- থুতুর সাহায্যে টাকা গুনবেন না
- ব্যাংক নোট বা টাকায় হাত দেওয়ার পর সাবান দিয়ে অবশই হাত ধুয়ে ফেলতে হবে।
- যারা অতিরিক্ত মুদ্রা কিংবা টাকা নিয়ে নাড়াচাড়া করেন যেমন ব্যাংক কর্মী বা মানি এক্সচেঞ্জ কোম্পানি তাদের যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হবে।
- সতর্কতা হিসেবে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে কিংবা গ্লাভস বা দস্তানা পড়তে হবে।
- টাকা ধরা বা ব্যবহার করার পরে চোখে কিংবা মুখে হাত দেওয়া যাবে না।
অন্যদিকে ডক্টরদের ব্যবহৃত মাস্কে এক সপ্তাহ বেঁচে থাকতে পারে করোনা। ওই রিপোর্টে প্রকাশিত হয়েছে এই চাঞ্চল্যকর তথ্যও। তাই যেসব ডাক্তার এবং স্বাস্থ্যকর্মীরা মাস্ক ব্যবহার করছেন তাদের বিশেষ নিয়মে ওই সব মাস্ক ধুয়ে ফেলার পরামশ দিয়েছে হংকং এর ওই বিজ্ঞানীরা। মাস্ক পড়লেই যে করোনা আক্রান্ত হবে না এই ধারনা ভুল। তবে মাস্কের ব্যবহার আগে থেকেই আক্রান্তদের শরীর থেকে সংক্রমণ ছড়িয়ে পড়ার আশংকা কমিয়ে দেয় বলে জানিয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু।
[ আরো পড়ুন : ৩০ শতাংশ বেতন হ্রাসে সম্মত ]
আরো জানানো হয়েছে যে এই ভাইরাস জীবাণুনাশক এবং ব্লিচিং পাউডার এর সংস্পর্শে মারা যেতে পারে। এক টেবিল চামচ সাবান বা ব্লিচিং পাউডারের সাথে ৪৯ টেবিল চামচ পানি মিশিয়ে দ্রবণ তৈরী করে তা ঘরের চতুর্দিকে স্প্রে করলে করোনা জীবাণু ধংস হয় বলে জানা গেছে