পড়শিদের উপর শুল্ক চাপানোয় ভুগতে হবে আমেরিকাকেও ! কী বললেন ট্রাম্প ?

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, দীনেশ : মেক্সিকো এবং কানাডা দুই পড়শির উপরই চড়া হারে শুল্ক চাপিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। সেই সঙ্গে এশিয়ার অন্যতম প্রতিদ্বন্দ্বী চিনের পণ্যের উপরও শুল্কের পরিমাণ বাড়ানো হয়েছে। তবে এতে ভুগতে হবে আমেরিকাকেও! এবিষয়ে মার্কিন প্রেসিডেন্টের বক্তব্য, আমেরিকার স্বার্থে এইটুকু মূল্য দিতেই হবে।

আরও পড়ুন:– টাকা দিয়ে কি সুখ কেনা যায় ? কি বলছে সাম্প্রতিকতম গবেষণা ?

স্থানীয় সময় শনিবার কানাডা এবং মেক্সিকোর পণ্যের উপর ২৫ শতাংশ হারে শুল্ক চাপিয়েছেন ট্রাম্প প্রশাসন। চিনা পণ্যের উপর শুল্কের পরিমাণ বাড়ানো হয়েছে আরও ১০ শতাংশ। এর ফলে তিনটি দেশই কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে। আমেরিকার বাণিজ্যিক পণ্যের একটা বড় অংশের লেনদেন হয় কানাডা এবং মেক্সিকোর সঙ্গে।

আরও পড়ুন:– প্রায় 63 বছর 8 বড় পরিবর্তনের সম্ভাবনা নতুন আয়কর বিলে । নতুন আইন সম্পর্কে জেনে নিন

আমেরিকার সংবাদমাধ্যম সূত্রে জানানো হয়েছে, ট্রাম্পের এই শুল্কনীতির (US Tariff Row) প্রভাবে আমেরিকার ফল-সবজি, শস্য, গাড়ি, যানবাহনের যন্ত্রপাতি, বৈদ্যুতিক যন্ত্রপাতি সহ বিভিন্ন জিনিসের দাম বেড়ে যেতে পারে। এই সমস্ত পণ্যের আমদানি হয় কানাডা, মেক্সিকো এবং চিনের সঙ্গে। আমেরিকায় বেআইনি অভিবাসন সংক্রান্ত সমস্যা কমাতেই ট্রাম্পের এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন:– রাজ্যে PM পোষন স্কিমের অধীনে চাকরি! মাসিক ১৮,০০০ টাকা বেতন, বিস্তারিত দেখে নিন

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন