Bangla News Dunia, দীনেশ : পণবন্দিদের তালিকা (Hostages list) না দিলে যুদ্ধবিরতি হবে না। গাজায় যুদ্ধবিরতি (Gaza ceasefire) শুরু হওয়ার আগেই ফের হামাসকে হুঁশিয়ারি দিলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু (Benjamin Netanyahu)। এদিকে রবিবার থেকেই ইজরায়েল ও হামাসের যুদ্ধবিরতি শুরু হওয়ার কথা।
যুদ্ধবিরতি শুরুর আগে শনিবার এক্স হ্যান্ডেলে নেতানিয়াহু লেখেন, ‘উভয় পক্ষের সন্নতি অনুসারে যে পণবন্দিরা মুক্তি পাচ্ছেন, তাঁদের নামের তালিকা এখনও পাইনি আমরা। আর সেই তালিকা না পেলে আমরা চুক্তিতে এগোব না। ইজরায়েল চুক্তির শর্ত লঙ্ঘন সহ্য করবে না। এর জন্য একমাত্র দায়ী থাকবে হামাস।’ শুধু তাই নয়, দরকার হলে আমেরিকার সমর্থনে পুনরায় যুদ্ধ শুরু করবেন বলেও সাফ জানিয়েছেন নেতানিয়াহু। পাশাপাশি সমস্ত পণবন্দিদের ইজরায়েলের ফিরিয়ে আনার বিষয়টিও নিশ্চিত করবেন তিনি।
আরো পড়ুন :- বরফে ঢাকা গ্রিনল্যান্ড কিনতে কেন এত মরিয়া হয়ে উঠেছেন ট্রাম্প? জানতে পড়ুন বিস্তারিত
প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হয় ইজরায়েল-হামাস সংঘাত (Israel-Hamas)। তারপর থেকে যুদ্ধবিরতির জন্য লাগাতার মধ্যস্থতা করছিল আমেরিকা, কাতার, মিশর, সৌদি আরবের মতো একাধিক দেশ। কিন্তু লাভ হচ্ছিল না। অবশেষে গত বুধবার রাতে যুদ্ধবিরতিতে রাজি হয়েছিল ইজরায়েল এবং হামাস। তবে শোনা যাচ্ছিল হামাসের সঙ্গে চুক্তিতে যেতে সম্মত ছিলেন না নেতানিয়াহুর মন্ত্রিসভার একাধিক সদস্য। শুক্রবার এই নিয়ে নেতানিয়াহুর মন্ত্রিসভা বৈঠকে বসে। তারপর সবুজ সংকেত মেলে যুদ্ধবিরতি চুক্তিতে। সেই অনুযায়ী, ৩৩ জন পণবন্দিকে ইজরায়েলের হাতে তুলে দিত হামাস। তবে যুদ্ধবিরতির আগে নেতানিয়াহুর বার্তায় ফের মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে সংশয় তৈরি হয়েছে।
আরো পড়ুন :- সাংবাদিকের সঙ্গে প্রেমে মজে মেসি? মুখ খুললেন মার্তিনেজ়
আরো পড়ুন :- ২টো কম্পিউটার আর দুজনের টিম, মাসে মাসে ঘরে বসে আয় ১.৫ লক্ষ টাকা ! একদম নতুন ব্যবসা