Bangla News Dunia, দীনেশ : পণবন্দি এক তরুণীর ভিডিও প্রকাশ করল হামাস (ভিডিওর সত্যতা যাচাই করেনি উত্তরবঙ্গ সংবাদ)। ভিডিওতে ওই তরুণী তাঁর মুক্তি নিশ্চিত করতে পদক্ষেপের জন্য হিব্রু ভাষায় ইজরায়েল সরকারের কাছে আবেদন জানিয়েছেন।
২০২৩ সালের ৭ অক্টোবর ইজরায়েলে ঢুকে হামলা চালায় হামাস জঙ্গিরা। তারা ২৫১ জনকে অপহরণ করে গাজায় নিয়ে গিয়েছিল। তাঁদের মধ্যে রয়েছে লিরি আলবাগ নামে ওই তরুণীও। তাঁর ভিডিও শেয়ার করেছে হামাস। সাড়ে তিন মিনিটের ওই ভিডিওতে লিরি হিব্রু ভাষায় ইজরায়েলি সরকারের কাছে তাঁর মুক্তির ব্যবস্থা করার আর্জি জানিয়েছেন। অপহরণের সময় তরুণীর বয়স ছিল ১৮। তাঁর পরিবার বিষয়টি নেতানিয়াহু সহ বিশ্বের নেতাদের নজরে এনেছে। তাঁদের কথায়, ‘আমরা প্রধানমন্ত্রী সহ বিশ্বের সমস্ত নেতাদের কাছে আবেদন করছি। এখন সিদ্ধান্ত নেওয়ার সময়।’
আরো পড়ুন :- অবশেষে ৩২ হাজার Group D কর্মী নিয়োগ শুরু ! প্রকাশিত হল বিজ্ঞপ্তিও
হামাস এবং তাদের সহযোগী ইসলামিক জিহাদ প্রায় ১৫ মাস ধরে ইজরায়েলের সঙ্গে যুদ্ধ করছে। এতে গাজা কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। হামাস শুক্রবার গভীর রাতে জানিয়েছে, তারা যুদ্ধবিরতি এবং অপহৃতদের মুক্তি-চুক্তির জন্য বেঞ্জামিন নেতানিয়াহুর সরকারের সঙ্গে আলোচনা শুরু করবে। যদিও কাতার, মিশর এবং মার্কিন যুক্তরাষ্ট্র কয়েক মাস ধরে যুদ্ধ থামানোর চেষ্টা করলেও ব্যর্থ হয়েছে।
আরও পড়ুন:– স্পিড ব্রেকারের ঝাঁকুনিতে অ্যাম্বুল্যান্সে বেঁচে উঠলেন ‘মৃত’, তারপর….
আরও পড়ুন:– বরফের মতো সাদা হয়ে যাচ্ছে শিশুরা, শীতের কামড়ে আরও বেহাল গাজ়া
রেলওয়ে আরআরবি গ্রুপ ডি নিয়োগ 202 5: 32,438টি শূন্যপদ, আবেদন করুনhttps://t.co/rgrAaYMhdT
— The Global Press Bangla (@kaushik94544429) January 4, 2025
পশ্চিমবঙ্গ চাকরির শূন্যপদ 2025 : সমস্ত WB চাকরির নিয়োগ আপডেট জানুনhttps://t.co/QDNLjfCNhF
— The Global Press Bangla (@kaushik94544429) January 4, 2025
SBI Clerk নিয়োগ 2025 : বিজ্ঞপ্তি বেরল, এখনই আবেদন করুনhttps://t.co/PIWUVuXIy7
— The Global Press Bangla (@kaushik94544429) January 4, 2025