Bangla News Dunia, অজয় দাস :- পাকিস্তান কট্টর ধার্মিক দেশে পরিণত হয়েছে তা আমরা সকলেই দেখেছি। আর পাকিস্তানের এই কট্টর ধার্মিকতাই পাকিস্তানকে আর্থিক দিক থেকে কাঙ্গাল করে তুলছে।
মূলত , বিগত এক বছর ধরে পাকিস্তানের সাথে ফ্রান্সের সম্পর্কের অবনতি হচ্ছে। কয়েকদিন আগেই পাকিস্তান থেকে ফ্রান্সের রাষ্ট্রদূতকে বের করার জন্য সেখানে আন্দোলন হয়। আর ওই আন্দোলন এক সময় গৃহ যুদ্ধের আকার ধারণ করে। মূলত পাকিস্তান সরকার ঈস্ট নিন্দা নিয়ে ফ্রান্সকে আক্রমণ করেছে। ঈস্ট নিন্দা হলো , মুসলিম ধর্মগুরু মহাম্মদ নবীর নিন্দা করা। পাকিস্তানে যদি কোনো মানুষ মহাম্মদ নবীর নিন্দা করেন তবে তাকে ফাঁসির সাজা দেওয়া হয়।
আরো পড়ুন :- ইসরায়েল আরো একবার প্রমান করলো তারা ভারতের পরম মিত্র দেশ
পাকিস্তানের দাবি ফ্রান্সে ঈস্ট নিন্দা করা হয়েছে। যার পর থেকেই পাকিস্তান ফ্রান্সকে নিজের শত্রু বলে ভাবতে শুরু করেছে। তবে ফ্রান্স ও পাকিস্তানকে ছেড়ে দেবার নয়। কারণ ফ্রান্স একটি শক্তিধর দেশ। যার কাছে ভিটো পাওয়ার ও আছে।
এবার ফ্রান্সের তত্ত্বাবধানে ইউরোপিয়ান ইউনিয়নের পার্লামেন্টে , ইউরোপের তরফ থেকে পাকিস্তানকে দেওয়া GSP+ ক্যাটাগরি সরানো নিয়ে ভোটিং হয়। সেখান এই বিলের পক্ষে ৬৮১ টি ভোট পরে আর এই বিলের বিপক্ষে মাত্র ৬ টি ভোট পরে। ফলে পাকিস্তানকে দেওয়া GSP+ ক্যাটাগরি ছিনিয়ে নিতে চলেছে ইউরোপ।
এবার প্রশ্ন আসতে পারে এই GSP+ কি আর এটি ছিনিয়ে নিলে পাকিস্তানের কি ক্ষতি হতে পারে ?
সবার প্রথমে আপনাদের জানিয়ে রাখি GSP+ ক্যাটাগরি ইউরোপিয়ান ইউনিয়নের পক্ষ থেকে বিশ্বের যেই দেশ পেয়ে থাকে সেই দেশ নিজের তৈরি পণ্য খুবই কম ট্যাক্সের মাধ্যমে সমগ্র ইউরোপে বিক্রি করতে পারে। উদাহরণের মাধ্যমে বুঝুন , ধরুন ভারত একটি ক্রিকেট ব্যাট ইউরোপ বিক্রি করে ১০০০ টাকায় আর পাকিস্তান GSP+ ক্যাটাগরির সুবিধা পাওয়ায়, কম ট্যাক্স দিয়ে সেই ব্যাটটি বিক্রি করে ৯০০ টাকায়। ফলে সেখানকার মানুষ পাকিস্তানের তৈরি ব্যাট কিনবে আর পাকিস্তান লাভবান হবে।
এবার এই GSP+ ক্যাটাগরি ছিনিয়ে নিলে পাকিস্তানের কি ক্ষতি হতে পারে। পাকিস্তানের বিরাট ক্ষতি হতে পারে। কারণ পাকিস্তান প্রতি বছর ৭ আরব ডলারের বেশি অর্থ মূল্যের দ্রব্য ইউরোপে বিক্রি করে। আর এই GSP+ ক্যাটাগরি ছিনিয়ে নিলে পাকিস্তানের ৩ আরব ডলারের ক্ষতি হবে বলে মত বিশেষজ্ঞদের।
আরো পড়ুন :- ভারতের জ্বলন্ত চিতার সাথে তুলনা করেই কি ধ্বংস হলো চীনা রকেট ?
তার থেকেও বড় কথা পাকিস্তানের সার্বিক রপ্তানিতে ও ঘাটতি আসবে। কারণ পাকিস্তান মাত্র ২০ আরব ডলারের রপ্তানি করে থাকে সারা বিশ্বে। তার মধ্যে যদি ৩ আরব ডলারের রপ্তানি বন্ধ হয়ে যায় তবে পাকিস্তানকে বিরাট আর্থিক সংকটে পড়তে হয়ে। এতে করে পাকিস্তানের ব্যবসায় মন্দা দেখা দেবে।
এমনকি কয়েকদিন পরেই FATF এর বৈঠক হতে চলেছে , সেখানেও পাকিস্তান কালো তালিকা ভুক্ত হতে পারে। ফলে পাকিস্তান বিশ্বের কোনো সংস্থা থেকে ঋণ নিতে পারবে না। এছাড়া পাকিস্তানকে আর্থিক কাঙ্গালীর চরম সীমায় পৌঁছে দিতে প্রস্তুত পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
আরো পড়ুন :- Pfizer এর ভ্যাকসিন নিয়ে আসলো খুশির খবর
আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
বিশেষ বিজ্ঞপ্তি :- বর্তমান সময়ে আমরা সকল দেশ বাসি করোনা মহামারীর মধ্যে দিয়ে যাচ্ছি। দেশে করোনা মারাত্মক আকার ধারণ করেছে। এই অবস্থায় নিজের ও নিজের পরিবারের খেয়াল রাখুন। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বেরোবেন না। আপনার সময় আসলে ভ্যাকসিন নিন। এতে করোনা থেকে মুক্তি পাবেন। ভয় পাবেন না নিয়ম মেনে চলুন। নিজে সুস্থ থাকুন ও অপরকে সুস্থ রাখুন। একদিন খারাপ সময় কেটে গিয়ে ভালো সময় আসবে।
আরো পড়ুন :- ভারত সরকার চীনকে দিলো ৪৪০ ভোল্টের ঝটকা !