Bangla News Dunia, দীনেশ :- পাকিস্তানি বায়ুসেনার হামলার জবাব দিল আফগানিস্তানের তালিবান। তালিবান সেনার হামলায় নিহত হয়েছেন কমপক্ষে ১৯ পাকিস্তানি সেনা। নিহত হয়েছেন আফগানিস্তানের ৩ জন সাধারণ নাগরিকও। আহত অনেকে। যদিও হতাহতের সংখ্যা নিয়ে এখনও মুখ খোলেনি পাকিস্তান ও আফগানিস্তান সরকার।
গত মঙ্গলবার আফগানিস্তানের দক্ষিণাংশের পাকতিকা প্রদেশে আকাশ পথে হামলা চালিয়েছিল পাকিস্তানের বায়ুসেনা। পাক সেনার নিশানায় ছিল মূলত তেহরিক-ই-তালিবান পাকিস্তান গোষ্ঠীর ঘাঁটি এবং প্রশিক্ষণ কেন্দ্র। পাকিস্তানের শাহবাজ শরিফ সরকারের অভিযোগ, তালিবান মদতপুষ্ট জঙ্গি গোষ্ঠী তেহরিক-ই-তালিবান পাকিস্তানে সন্ত্রাসবাদ কায়েম করার চেষ্টা চালাচ্ছে। সেই দিন তালিবানের জঙ্গি ঘাঁটিতে পাকিস্তানের ড্রোন হামলায় অন্তত ৪৬ জনের মৃত্যু হয়। এরপরেই পাকিস্তান হুমকি দেয় অবিলম্বে সন্ত্রাসে মদত দেওয়া বন্ধ না করলে তার ফল ভুগতে হবে বলে তালিবান প্রশাসনকে।
এই ঘটনার পরেই পাকিস্তানে হামলা চালানোর পরিকল্পনা করে আফগানিস্তানের তালিবান সেনা। বিভিন্ন পাক সংবাদমাধ্যমের প্রকাশিত খবরে জানা গিয়েছে, আফগানিস্তানের দক্ষিণ-পশ্চিম প্রান্তের সীমান্ত লাগোয়া এলাকায় ঘাঁটি গেঁড়ে হামলা চালাচ্ছে আফগানিস্তানের তালিবান সেনা। এখনও পর্যন্ত পাক সীমান্ত লাগোয়া এলাকার বিভিন্ন চেক পোস্টে হামলা চালিয়েছে তালিবান। এই হামলার কথা স্বীকার করেছে তালিবান সরকারও। পাকিস্তানের নাম উল্লেখ না করে তালিবান প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র এনায়তোল্লা খোয়ারাজামি বলেন, ‘‘কাল্পনিক সীমান্তের ও-পারে আকাশ-পথে অভিযান চালিয়েছে আমাদের বাহিনী। আমাদের সরকারের বিরুদ্ধে চক্রান্তকারীদের চূড়ান্ত জবাব দেওয়া হয়েছে সেখানে। আফগানিস্তান-বিরোধী বেশ কিছু সন্ত্রাসবাদী কার্যকলাপ চলছিল সীমান্তের ও-পারে। ষড়যন্ত্রকারীদের সেই ঘাঁটিগুলিকেই নিশানা করেছে তালিবান বাহিনী।’’
আরো পড়ুন :- ফোন ধরলেই সর্বনাশ ! এই নম্বরগুলি থেকে কল আসলে ভুলেও তুলবেন না
পাক সংবাদমাধ্যমের একটি অংশের রিপোর্ট জানাচ্ছে, অন্তত ১৫ হাজার তালিবানি সেনা হেরাট, কন্দহার, কাবুলের মতো এলাকা থেকে পাকিস্তানের উত্তর-পশ্চিমের প্রত্যন্ত খাইবার পাখতুনখোয়া প্রদেশের মির আলি সীমান্তের দিকে এগোচ্ছে। ফলে আগামী কয়েক দিনে সীমান্তে পরিস্থিতি আরও জটিল হতে পারে। তবে রিপোর্টে এ-ও বলা হয়েছে, এই দুই পড়শি দেশের সাম্প্রতিক দ্বন্দ্বে তালিবানের তরফে হতাহতের সংখ্যাও প্রচুর। তবু পাকিস্তানের বিরুদ্ধে প্রতিশোধ নিতে পিছু হটতে চাইছেনা তারা।