পাকিস্তানকে যোগ্য শিক্ষা দিল ভারতীয় সেনা ! তোলপাড় সীমান্ত

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- পাকিস্তানকে যোগ্য শিক্ষা দিল ভারতীয় সেনা ! ভারত-পাক সীমান্তে  সংঘর্ষ বিরোধী চুক্তি লঙ্ঘন করলো পাকিস্তান। ভারতীয় সেনা ছাউনি লক্ষ্য করে চলল গোলাবর্ষণ। পাক সেনার  আক্রমণে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর ৩ জওয়ান ও সীমান্তে ৪ জন নিরীহ গ্রামবাসীও প্রাণ হারিয়েছেন বলে খবর মিলেছে। তবে পাকিস্তানকে উপযুক্ত জবাব দিতে কার্পণ্য করেনি ভারত। ভারতের পাল্টা আক্রমণে পাক রেজিমেন্টের ৭ সদস্যের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

ইরান ফেরত ভারতীয়দের শরীরে মিলল করোনা

উল্লেখ্য, সীমান্তে পাক সেনাবাহিনী গোলাবর্ষণ করলে পাল্টা আক্রমণ চালায় ভারত। ভারতীয় সেনাবাহিনী সূত্রে খবর, পাকসেনারা আক্রমণ প্রতিহত করতে রীতিমতো ভারী অস্ত্র ব্যবহার করেছে ভারতীয় সেনা বাহিনী। ভারতের কাছ থেকে কার্যত যোগ্য জবাবই পেয়েছে পাকিস্তান।ভারতীয় সেনার পাল্টা আক্রমণে পাকসেনার একাধিক বাঙ্কার রীতিমতো ভেঙে গুঁড়িয়ে গিয়েছে  বলে জানা গেছে।

তবে দেশে দিওয়ালি উৎসবের আগেই প্রতিবেশী রাষ্ট্রের সেনাবাহিনীর এই রকম অবস্থানের জেরে ভারত-পাক সীমান্ত সংলগ্ন উরি, কেরান, তাংজানের মতো একাধিক এলাকার গ্রামগুলিতে রীতিমতো চাঞ্চল্য ও উদ্বেগ দেখা গেছে। গ্রামবাসীদের রক্ষা করতে ইতিমধ্যেই তৎপর হয়েছে ভারতীয় সেনা। তাদের নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে বলেই খবর মিলেছে। উৎসবের আগে সীমান্তের শান্তি বিঘ্নিত করার প্রচেষ্টা চালিয়েছে পাকিস্তান। তবে ভারতের তরফ থেকেও এহেন প্রচেষ্টার বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলেই খবর।

আরো পড়ুন :- পুলওয়ামা হামলার ঘাতক পাকিস্তান ! অবশেষে হামলার দায় স্বীকার

সীমান্তে সদা সতর্ক সেনা। বারবার পাকিস্তানের চেষ্টা তারা ব্যর্থ করেছে। তাই সুরক্ষিত সকলে। আমাদের সকলের তরফ থেকে বীর সেনাদের কুর্নিশ।

Highlights

1. পাকিস্তানকে যোগ্য শিক্ষা দিল ভারতীয় সেনা ! 

2. সকলের তরফ থেকে বীর সেনাদের কুর্নিশ

#Army #India

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন