Bangla News Dunia , অজয় দাস :– চিন ও পাকিস্তান দুই মিত্র দেশ । আর এই মিত্র দেশের কুকর্মের কথা বেরিয়ে আসলো সামনে। ইতিমধ্যেই আমরা চীনের কুকর্মের কথা আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়েছি। যেখানে চীন UAE-তে একটি গুপ্ত সেনা ঘাঁটি তৈরি করছিল যা ধরে ফেলেছে আমেরিকা। তেমনি এবার রাশিয়া পাকিস্তানের উপর বিরাট বড় পদক্ষেপ নিল। ( খুব সহজে এই বিষয়ে বিস্তারিত জানতে একদম নিচে দেওয়া ভিডিওটি দেখুন। এছাড়া ভিডিওটিতে ক্লিক করে আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে আরো ভিডিও দেখতে পারেন। )
মূলত রাশিয়া এই দিন পাকিস্তানের কুকর্মের কথা সকলের সামনে নিয়ে আসলো। মূলত পাকিস্তান রাশিয়া থেকে বিভিন্ন অ্যাডভান্স ইকুইপমেন্ট ক্রয় করছিল আর এই এডভান্সমেন্ট ইকুইপমেন্ট ক্রয় করে পাকিস্তান নিজের যে পরমাণু শক্তি সেই পরমাণু শক্তি বৃদ্ধির জন্য কাজে লাগাচ্ছিলো। আর রাশিয়া থেকে এই অ্যাডভান্স ইকুইপমেন্ট ক্রয়ের জন্য পাকিস্তানকে সাহায্য করছিল পাকিস্তানের বিভিন্ন বড় বড় ব্যবসায়ীরা।
মূলত বেশ কিছুদিন ধরে পাকিস্তানের বিভিন্ন বড় বড় ব্যবসায়ী রাশিয়া থেকে বিভিন্ন অত্যাধুনিক ইকুইপমেন্ট যেমন হাইটেক কম্পিউটার এরকমই বিভিন্ন হাইটেক মেশিন পত্র ক্রয় করে পাকিস্তানে নিয়ে আসছিল। এমনকি সেই হাইটেক জিনিসপত্র পাকিস্তানের পরমাণু বোমা তৈরীর কাজে ব্যবহার করা হচ্ছিল। যার মধ্যে পাকিস্তান তার পরমাণু বোমাকে আরো অ্যাডভান্স ও আরও শক্তিশালী তৈরি করার জন্য কাজ করছিল।
আরো পড়ুন :- এরদোগানের ভারত বিরোধিতার দাম দিতে হচ্ছে তুর্কির জনসাধারণকে !
কিন্তু রাশিয়া এবার পাকিস্তানের সেই সকল কোম্পানির উপর ব্যান লাগিয়ে দিল যার মাধ্যমে ওই সকল কোম্পানি রাশিয়া থেকে কোন এডভান্স ইকুইপমেন্ট ক্রয় করতে পারবে না। তবে আপনার মনে প্রশ্ন আসতে পারে পাকিস্তান চীনের থেকে এই এডভান্সমেন্ট ইকুইপমেন্ট না ক্রয় করে রাশিয়া থেকে কেন ক্রয় করছে। আর আপনার এই প্রশ্নের জবাব ইতিমধ্যেই পাকিস্তান দিয়ে দিয়েছে , কারন যদি চীনের কাছে অ্যাডভান্স ইকুপমেন্ট তৈরির টেকনোলজি থাকতো তাহলে পাকিস্তান চীনের থেকেই বিভিন্ন এডভান্স ইকুইপমেন্ট ক্রয় করতো।
মূলত চীন নিজেই পরমাণু হাতিয়ার সোভিয়েত ইউনিয়নের থেকে চুরি করে তৈরি করেছে। তাই চীনের কাছে পরমাণু বোমা তৈরীর জন্য অ্যাডভান্স ইকুইপমেন্ট থাকবে কিভাবে। চীনের কাছে যত বড় বড় অ্যাডভান্স ইকুপমেন্ট রয়েছে তার বেশিরভাগটাই বিভিন্ন দেশের থেকে কপি করা।
আরো পড়ুন :- Good News : ভারতের AMCA ফাইটার জেট প্রজেক্টে যুক্ত হতে চায় ব্রিটেন
এছাড়া ইতিমধ্যেই ইউরোপ ও আমেরিকার বিভিন্ন দেশ পাকিস্তানকে পরমাণু তৈরীর জন্য উপযোগী অ্যাডভান্স ইকুপমেন্ট বিক্রিতে ব্যান লাগিয়ে দিয়েছে। যার ফলে বাধ্য হয়ে পাকিস্তানকে রাশিয়া থেকে এই এডভান্স ইকুইপমেন্ট ঘুরপথে ক্রয় করতে হচ্ছিল। কিন্তু এবার তাতেও ব্যান লাগালো রাশিয়া।
আর রাশিয়ার তরফ থেকে এই খবর সামনে আসতেই সারাবিশ্বে চীনের মতন পাকিস্তানেরও কির-কিরী শুরু হয়ে গেছে ।
আরো পড়ুন :- বিশ্বের সবচেয়ে শক্তিশালী লেজার অস্ত্র তৈরি করছে আমেরিকা, চীনের ক্ষেপণাস্ত্র ধ্বংস হবে
প্রিয় দর্শক রাশিয়ার তরফ থেকে পাকিস্তানের পরমাণু কার্যক্রমের উপর এই ব্যান নিয়ে আপনার কি মতামত তা নিচে কমেন্ট করুন।