Bangla News Dunia , অজয় দাস :- জো বাইডেন সরকারে আসার পরেই ঘোষণা করেছেন যে তারা আফগানিস্থানের থেকে আমেরিকার সেনা ও ন্যাটো বাহিনীর সেনা সরিয়ে নিচ্ছেন। ইতি মধ্যেই সেনা সরানো শুরু হয়ে গেছে নভেম্বরের মধ্যে সমস্ত সেনা সরানো সম্পন্ন হবে বলে জানিয়েছে আমেরিকার প্রশাসন। আমেরিকা ও ন্যাটো বাহিনীর ১০ হাজারের বেশি সেনা আফগানিস্থানে মোতায়েন ছিল। ফলে সেখানে শান্তি বজায় রাখতে এই বাহিনীর অগ্রণী ভূমিকা ছিল।
কিন্তু আমেরিকার সেনা সরানোর পরে আবারো পাকিস্তানের মদত পুষ্ট তালিবানি বাহিনী সেখানে তাদের দখল নিতে শুরু করতে পারে। ইতি মধ্যেই আমেরিকা বিভিন্ন দেশের সাথে আফগানিস্থানে শান্তি স্থাপন করার জন্য কথা বার্তা চালাচ্ছে। বিশেষ করে পাকিস্তানের সাথে। কারণ আমেরিকা ভালো করেই জানে আফগানিস্থানে পাকিস্তানের সাহায্যেই তালিবানরা ফুলেফেঁপে উঠছে।
আরো পড়ুন :- চিন্তায় বিশেষজ্ঞরা , দ্বিতীয় বিশ্ব যুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হয়েছে !
এমন পরিস্থিতিতে পাকিস্তানের পর আফগানস্থানে ও নিজেদের দখল দারি করার চেষ্টা শুরু করেছে চীন। কারণ চীন ভালো করেই জানে যে আফগানিস্থানের আর্থিক অবস্থা পাকিস্তানের থেকেও খারাপ। তাই সেখানে নিজের দখল দারি চালানো আরো সহজ হবে। সেই অনুযায়ী চীনের বিদেশমন্ত্রী ওয়াং ই আফগানিস্থানের বিদেশমন্ত্রী মহম্মদ হানিফ আতমের সাথে ও সেই দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হামিদুল্লা মোহিব এর সাথে ফোনে কথা বলেন।
পরে চীনের বিদেশমন্ত্রী ওয়াং ই তার বক্তব্যে বলেন , আমরা চাই বেজিং ও কাবুলের মধ্যে নতুন সম্পর্ক স্থাপন হোক। তিনি বলেন আমরা চাই আফগানিস্থানের শাসন ভার সেখানকার নরমপন্থি ইসলামিকদের হাতেই থাকুক। ফলে চীনের সাথে আফগানিস্থানের সম্পর্ক আরো উন্নতির দিকে যাবে।
মূলত চীনের প্রধান উদ্দেশ্যে হলো , আফগানিস্থানের মধ্যে দিয়ে তাদের বেল্ড এন্ড রোডের মাধ্যমে রাস্তার সুপ্রসার ফলে চীনের বাণিজ্য পাকিস্তান , আফগানিস্থান , ইরান হয়ে সুদূর মধ্যপ্রাচের দেশে পৌঁছে দেওয়া। ফলে আর্থিক ভাবে লাভবান হবে চীন। এছাড়া আফগানিস্থানের উন্নয়নের জন্য আর্থিক সাহায্যের মাধ্যমে সেখানকার সরকারকে নিজের হাতের পুতুল বানাতে চায় চীন। ফলে চিন্তায় নয়াদিল্লি।
আরো পড়ুন :- এবার সরকারের রাডারে What’s App , টিকটকের মতো ব্যান হতে পারে ভারতে
আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
বিশেষ বিজ্ঞপ্তি :- বর্তমান সময়ে আমরা সকল দেশ বাসি করোনা মহামারীর মধ্যে দিয়ে যাচ্ছি। দেশে করোনা মারাত্মক আকার ধারণ করেছে। এই অবস্থায় নিজের ও নিজের পরিবারের খেয়াল রাখুন। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বেরোবেন না। আপনার সময় আসলে ভ্যাকসিন নিন। এতে করোনা থেকে মুক্তি পাবেন। ভয় পাবেন না নিয়ম মেনে চলুন। নিজে সুস্থ থাকুন ও অপরকে সুস্থ রাখুন। একদিন খারাপ সময় কেটে গিয়ে ভালো সময় আসবে।
আরো পড়ুন :- বিশ্ব দরবারে ভারতকে পৌঁছে দিতে মাস্টার প্ল্যান কেন্দ্রের !