পাকিস্তানের প্রশাসনিক পরীক্ষায় উত্তীর্ণ হিন্দু মহিলা ! রচিত নয়া ইতিহাস

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- পাকিস্তানের প্রশাসনিক পরীক্ষায় উত্তীর্ণ হিন্দু মহিলা ! সব বাধা বিপত্তি , প্রতিকূলতা পেরিয়ে ইতিহাস গড়লেন সানা রামচাঁদ। পাকিস্তানের প্রথম হিন্দু মহিলা হিসেবে দেশের সর্বোচ্চ পরীক্ষায় পাশ করলেন। নির্বাচিত হলেন পাকিস্তান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের জন্য। পাস করলেন পাকিস্তানের কঠিনতম পরীক্ষা সেন্ট্রাল সুপিরিয়র সার্ভিসেস। যেই পরীক্ষার পাশের হার মোটে ২ শতাংশ। সিন্ধ প্রদেশ যেখানে সবচেয়ে বেশি সংখ্যক হিন্দুরা থাকেন। সেখানকার শিকারপুর জেলার গ্রামীণ এলাকার বাসিন্দা সানা।

প্রসঙ্গত সিএসএস পরীক্ষায় বসেছিলেন ১৮,৫৫৩ জন। তার মধ্যে লিখিত, মৌখিক, মনো বিজ্ঞান এবং শারীরিক পরীক্ষার বাধা টপকে সফল হয়েছেন মোটে ২২১ জন। তাঁদের মধ্যে ৭৯ জন মহিলা। প্রথম স্থানও অধিকার করেছেন এক মহিলা-মাহিন হাসান। তবে হিন্দু মহিলা হিসেবে তালিকায় রয়েছেন এক মাত্র সিন্ধু নিবাসী সানা রামচাঁদ। সিন্ধ প্রদেশের চন্দাকা মেডিক্যাল কলেজ থেকে ডাক্তারি পাশ করেছেন সানা। তারপর করাচির সিভিল হাসপাতালে প্র্যাকটিস শুরু করেন। আপাতত সিন্ধ ইনস্টিটিউট অফ ইউরোলজি অ্যান্ড ট্রান্সপারেন্ট থেকে এসসিপিএস করছেন সানা। তার মাঝেই ইতিহাস গড়ে ফেললেন তিনি।

আরো পড়ুন :- ভারতের কাছে 5G টেকনোলজিতে ঝটকা খাবার পরে প্রথম প্রতিক্রিয়া দিলো চীন !

সানা নিজে টুইটারে লেখেন, ঈশ্বরের অশেষ কৃপা। আনন্দের সঙ্গে জানাচ্ছি সেন্ট্রাল সুপিরিয়র সার্ভিসেস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। পাকিস্তান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসে যোগ দেব। সব সম্ভব হয়েছে আমার বাবা-মায়ের জন্য। পাকিস্তান পিপলস পার্টির বর্ষীয়ান নেতা ফারহাতুল্লাহ বাবর সানাকে শুভেচ্ছা জানান , সানা রামচাঁদকে অভিনন্দন। পাকিস্তানের হিন্দু সম্প্রদায়ের মানুষকে গর্বিত করেছেন উনি।

#PAK #SANA_RAMCHAND

সবার কাছে অনুরোধ , সবাই মাস্ক পড়ুন আর স্বাস্থ্য বিধি মেনে চলুন

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন