পাকিস্তানের হাই কমিশনে কর্মীর সংখ্যা অর্ধেক করা নিয়ে কড়া বার্তা দিলো ভারত

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, সমরেশ দাস :- আগামী এক সপ্তাহের মধ্যে দিল্লীতে পাকিস্তান হাই কমিশনে কর্মী সংখ্যা যেন অর্ধেক করা হয় এই নিয়ে এক কড়া বার্তা দেওয়া হয়েছে পাকিস্তানকে ।

ঠিক একই সঙ্গে ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনের কর্মী সংখ্যাও অর্ধেক করে ফেলার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার ৷ পাক দূতাবাসের কর্মীদের চরবৃত্তির সঙ্গে যুক্ত থাকার অভিযোগ সামনে আসা এবং জঙ্গি সংগঠনগুলির সঙ্গে তাদের যুক্ত থাকার প্রমাণ পাওয়ার পরই এই সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি ৷

এর পাশাপাশি সম্প্রতি ইসলামাবাদে ভারতীয় দূতাবাসের দুই কর্মীকে অপহরণ এবং তাঁদের উপরে পাক এজেন্সিগুলির নির্মম অত্যাচারের ঘটনাও এই সিদ্ধান্তের পিছনে অন্যতম কারণ বলে বিবৃতিতে জানিয়েছে বিদেশমন্ত্রক ৷

বিদেশমন্ত্রকের বিবৃতিতে লেখা হয়েছে, ‘পাকিস্তান এবং তাদের আধিকারিকদের আচরণ ভিয়েনা কনভেনশন এবং কূটনীতিক ও দূতাবাসের কর্মীদের সঙ্গে কী ব্যবহার করা হবে তা নিয়ে সমস্ত দ্বিপাক্ষিক চুক্তির পরিপন্থী ৷ বরং তা সীমান্তের ওপার থেকে সন্ত্রাস এবং হিংসায় মদত দেওয়ার নীতিকেই প্রতিষ্ঠিত করে ৷’ সেই কারণেই ভারত দিল্লিতে পাকিস্তান দূতাবাসের কর্মী সংখ্যা পঞ্চাশ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছে বলে বিবৃতিতে জানানো হয়েছে ৷ একই অনুপাতে ইসলামাবাদে ভারতীয় দূতাবাসের কর্মী সংখ্যাও সাত দিনের মধ্যে কমিয়ে ফেলা হবে বলে বিবৃতিতে জানিয়েছে বিদেশ মন্ত্রক ৷

Highlights

১. আগামী এক সপ্তাহের মধ্যে দিল্লীতে পাকিস্তান হাই কমিশনে কর্মী সংখ্যা যেন অর্ধেক করা হয় এই নিয়ে এক কড়া বার্তা দেওয়া হয়েছে পাকিস্তানকে 

২. পাক দূতাবাসের কর্মীদের চরবৃত্তির সঙ্গে যুক্ত থাকার অভিযোগ সামনে আসা এবং জঙ্গি সংগঠনগুলির সঙ্গে তাদের যুক্ত থাকার প্রমাণ পাওয়া গেছে 

৩. একই অনুপাতে ইসলামাবাদে ভারতীয় দূতাবাসের কর্মী সংখ্যাও সাত দিনের মধ্যে কমিয়ে ফেলা হবে বলে বিবৃতিতে জানিয়েছে বিদেশ মন্ত্রক

#PakistanHighCommission  #IndianAmbacy #ForeignMinister

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন