Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- করোনা আবহের মধ্যে একটি চিন্তার খবর। করাচি বন্দরে চীনা নৌবাহিনীর সামরিক মহড়ার ভিডিও প্রকাশ্যে। স্যাটেলাইট এর মাধ্যমে এইসব ছবি ও ভিডিও প্রকাশ হয়েছে। আর এই নিয়েই বিতর্ক বাড়ছে। সারা বিশ্ব করোনা আতঙ্কে ত্রস্ত। পাকিস্তানে করোনা পরিস্থিতি খুব খারাপ। ঠিক সেই সময় চীনা নৌবাহিনীর সামরিক মহড়া চিন্তা ও বিতর্ক বাড়িয়েছে।
[ আরো পড়ুন :- ইমরান খান কাশ্মীর ইস্যুতে রাষ্ট্রপুঞ্জে গেলেন ]
ছবিতে দেখা যাচ্ছে ,চীনা নৌবাহিনীর হোভারক্রাফ্ট করাচির সৈকতের দিকে যাচ্ছে। পিএনএস কাশিম নামক পাক নৌঘাটির কাছে এর অবস্থান। সূত্র মারফত জানা যাচ্ছে যে, হোভারক্রাফ্টএ দুই দেশের সেনা রয়েছে। এই সামরিক মহড়ার নাম সি গার্ডিয়ান ২০২০। এই সামরিক মহড়াতে চীনের যুদ্ধ বিমান , ফ্রিগেট ও কিছু জাহাজ রয়েছে। তবে স্যাটেলাইট এর মাধ্যমে দেখা যাচ্ছে এগুলি করাচির কন্টেইনার টার্মিনালের কাছে নোঙর ফেলেছে।
চীনের সাথে এই মহড়ার ফলে পাক নৌবাহিনী অত্তাধুনিক কিছু যুদ্ধ জাহাজ ব্যবহার করতে পারবে। এই মহড়াতে পাকিস্তান দুটি ফ্রিগেট, ক্ষেপণাস্ত্রবাহী যুদ্ধ জাহাজ ও কিছু যুদ্ধ বিমান অংশ নিচ্ছে। তবে আরব সাগরে হওয়া এই মহড়ার পূর্ণ বিবরণ সামনে আসেনি। চীন ও পাকিস্তানের প্রতিরক্ষা বেশ শক্তিশালী আর ভবিষ্যতে তারা এটিকে মজবুত করার জন্য এইরকম মহড়া আরও বেশি করবে বলে মনে করা হচ্ছে। এতে চিন্তা ও অস্বস্তি বেড়েছে ভারতসহ কিছু দেশের।
ছবি ও ভিডিও প্রকাশ হতেই ভারত নড়ে চড়ে বসেছে । পরিস্থিতির উপর নজর রাখছে ভারত ।