পাকিস্তান থেকে জাহাজ ভর্তি পণ্য পৌঁছাল বাংলাদেশে, জানুন কী কী আমদানি করা হল ?

By Bangla News Dunia Dinesh

Published on:

 

Bangla News Dunia, দীনেশ :- পাকিস্তানের সঙ্গে ব্যাবসায়িক সম্পর্ক দৃঢ় করছে বাংলাদেশে। চলতি সপ্তাহেই করাচি থেকে একটি পণ্যবাহী জাহাজ এসে পৌঁছায় চট্টগ্রাম বন্দরে। সূত্রের খবর, এমভি ইউয়ান জ়িয়াং ফা ঝাং নামের এই জাহাজটি গত শনিবার চট্টগ্রামে এসে পৌঁছায়। জানা গিয়েছে, প্রচুর পরিমাণ পরিশোধিত চিনি এবং খনিজ পদার্থ ডলোমাইট রয়েছে জাহাজটিতে।  প্রসঙ্গত, এর আগে গত নভেম্বরেও পাকিস্তান থেকে পণ্য আমদানি করেছে বাংলাদেশ। ভারতের সঙ্গে পারস্পারিক সম্পর্কে টানাপোড়েনের মধ্যে বাংলাদেশ-পাকিস্তানের এই ব্যাবসায়িক সখ্যতা নিয়ে বিশেষজ্ঞদের মত, একপ্রকার বাধ্য হয়েই পাকিস্তান থেকে পণ্য আমদানি করছে পদ্মাপারের দেশ।

আরো পড়ুন :- Big News :- এবার ট্রুডোর সরকার ফেলে দেওয়ার হুমকি খালিস্তানী নেতার !

জনৈক সংবাদমাধ্যম সূত্রের খবর, করাচি থেকে দুবাই হয়ে মোট ৮১১টি কন্টেনার বোঝাই মালপত্র নিয়ে বাংলাদেশের বন্দরে পৌঁছেছে ওই জাহাজটি। আমদানি করা হয়েছে প্রায় ৭ হাজার টন পরিশোধিত চিনি। জাহাজের ১৭১ টি কন্টেনারে রয়েছে ডলোমাইট। এছাড়াও এসেছে কাচ শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল, কাপড়ের রোল, আলু, আখের গুড়, লোহার টুকরো, রেজিন ইত্যাদি।

আরো পড়ুন :- বাংলাদেশের মন্দিরে হাত-পা বাঁধা অবস্থায় পুরোহিতের দেহ উদ্ধার, ইউনূসের নিন্দায় ইসকন

আরো পড়ুন :- ইসলামিক সাম্প্রদায়িক শক্তির সমর্থনে জিতেছেন গান্ধী ভাই-বোন ! বিস্ফোরক সিপিএম নেতা

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন