Bangla News Dunia , দীনেশ দেব :- পাকিস্তান মিডিয়ার এই দিন দাবি করা হচ্ছে যে পাকিস্তান ১০-১২ মিনিটের মধ্যেই ইসরায়েলকে ধ্বংস করে দিতে পারে। পাকিস্তানের তৈরী শাহীন মিসাইল ইসরায়েলের উপর পরমাণু হামলা করে কয়েক মিনিটের মধ্যেই ইসরায়েলকে ধ্বংস করে দিতে পারে। এর পরেই মিডিল ইস্টের বিভিন্ন মুসলিম দেশে এই খবর আগুনের মতো ছড়িয়ে পরে। এমন কি এই মুসলিম দেশ গুলিতে পাকিস্তানের খুব বাহবা ও দেওয়া হয়।
কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই পাকিস্তানের সকল দাবির উপর জল ঢেলে দেয় আমেরিকার তরফ থেকে মিডিল ইস্ট প্রোগ্রামের ডিরেক্টর ও সুরক্ষা বিশেষজ্ঞ জন বি অল্টারমান। তিনি পাকিস্তাননের উপর টিপ্পনি করে বলেন যে , পাকিস্তান ১০-১২ বছরে যত মিসাইল বানায় নি ইসরায়েল ১০ -১২ মিনিটে তার থেকে বেশি মিসাইল হাওয়াতেই নষ্ট করতে সক্ষম।
আরো পড়ুন :- ক্রিকেট বিশ্বে এই প্রথম : একই সাথে দুই আন্তর্জাতিক ম্যাচ খেলবে ভারত
তাই পাকিস্তানের এই পরমাণু মিসাইল ইসরায়েলের আকাশে যাবার আগেই অন্য দেশের আকাশে তা ধ্বংস করে দেবে। শুধু পাকিস্তান নয় ৫৭টি মুসলিম দেশ মিলেও ইসরায়েলের কিছু করতে পারবে না। মুসলিম দেশ গুলির থেকে বক্তব্য আসছে কিন্তু কোনো মিসাইল ইসরায়েলের আকাশে যাচ্ছে না।
তবে এরই মধ্যে তুর্কি মুসলিম বিশ্বের খলিফা হবার চক্করে ইসরায়েলকে একটু বেশিই ধমকি দিচ্ছে। কিন্তু তুর্কি নিজের পা আসতে আসতে পিছনে সরিয়ে নিচ্ছে। কারণ তুর্কি জানে যুদ্ধে হারলে তার ইজ্জত যেমন যাবে তেমন তার দেশের জমিও ইসরায়েলের হাতে চলে যাবে।
তুর্কি ছাড়া মুসলিম বিশ্বের আরো এক দেশ সৌদি আরব শুধু ইসরায়েলের আলোচনা করে পিছনে সরে এসেছে। তবে রাশিয়া যদি এই মুসলিম বিশ্বের পাশে এসে দাঁড়ায় তবেই ইসরায়েলকে হারাতে পারবে মুসলিম বিশ্ব। তবে এর চান্স খুবই কম , কারণ রাশিয়া এখনো তেমন কোনো বক্তব্য দেয় নি যাতে প্রমাণিত হয় যে রাশিয়া ইসরায়েলের বিপরীতে যাবে। কারণ রাশিয়ার সাথে ইসরায়েলের কোনো বিবাদ নেই।
আরো পড়ুন :- পাকিস্তান ও তুর্কীকে নারাজ করে ইসরায়েলকে বার্তা দিলো বাইডেন
আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
বিশেষ বিজ্ঞপ্তি :- বর্তমান সময়ে আমরা সকল দেশ বাসি করোনা মহামারীর মধ্যে দিয়ে যাচ্ছি। দেশে করোনা মারাত্মক আকার ধারণ করেছে। এই অবস্থায় নিজের ও নিজের পরিবারের খেয়াল রাখুন। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বেরোবেন না। আপনার সময় আসলে ভ্যাকসিন নিন। এতে করোনা থেকে মুক্তি পাবেন। ভয় পাবেন না নিয়ম মেনে চলুন। নিজে সুস্থ থাকুন ও অপরকে সুস্থ রাখুন। একদিন খারাপ সময় কেটে গিয়ে ভালো সময় আসবে।
আরো পড়ুন :- ” সঙ্গম করতে যাবো ” পুলিশের কাছে ই-পাস চাইলেন এক ব্যাক্তি !