পাকিস্থানের সাথে হাত মিলিয়ে চীনের নতুন কৌশল ভারতের বিরুদ্ধে

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, S. Datta Roy –  এবার ভারতকে চাপে ফেলতে চীন ও পাকিস্থান একজোট হয়েছে। ভারত ও চীনের মধ্যে সামরিক ও কূটনৈতিক স্তরে আলোচনা হলেও কোনো সমাধান সূত্র মিলছে না। সূত্রের খবর -পশ্চিম লাদাখের সীমান্তে যেখানে পাকিস্থান অধিকৃত কাশ্মীর সেখানে সেনাবাহিনী বাড়িয়েছে পাকিস্থান।  জানা যায় প্রায় ২০০০০ মতো বাড়তি সেনা পাঠিয়েছে পাকিস্থান। তাদের লক্ষ্য চীনা সেনাবাহিনীকে সাহায্য করা। অন্যদিকে আবার ISI চীনের সাথে হাত মিলিয়েছে বলে খবর পাওয়া গেছে। লাদাখের পূর্ব দিকে চীনা  সেনা আর পশ্চিমদিকে পাক সেনা।

চীন ভারতের সঙ্গে সামনা -সামনি সংঘর্ষের পাশাপাশি দেশের অভ্যন্তরে সন্ত্রাসমূলক কাজকর্ম বাড়াতেও সচেষ্ট হয়েছে। গোয়েন্দাদের বক্তব্য – পাকিস্থানের বেশ কিছু জঙ্গি সংগঠনের সঙ্গেও এই সময় যোগাযোগ করেছে চীন। কেন্দ্রীয় গোয়েন্দাদের দাবি -জঙ্গিদের পাশাপাশি ভারতে নাশকতার জন্য বর্ডার অ্যাকশন টিমকেও এগিয়ে দিতে উদ্যোগী হয়েছে পাকিস্থান। সূত্রের খবর -ভারতে এই মুহূর্তে প্রায় ১০০ পাক জঙ্গি ঢুকে আত্মগোপন করে আছে। জম্মু ও কাশ্মীরে পুনরায় হামলা করে এদের লক্ষ্য। ১৫ জুন লাদাখে সংঘর্ষের পর ৩ দফায় বৈঠক হয়েছে এবং সেখানে এলাকায় শান্তি প্রতিস্থাপনের ওপর দুই দেশের সেনাই সবচেয়ে বেশি জোর দিয়েছে।

এদিকে সামনেই শীতকাল ,অক্টোবরের শেষ থেকেই লাদাখে প্রচন্ড ঠান্ডা পড়ে। তাই আগে থেকেই প্রতিরক্ষা মন্ত্রক এখানকার সেনাদের জন্য বিশেষ পোশাকের ব্যবস্থা করতে চলেছে। সূত্রের খবর -গালওয়ানে ১৫ জুনের সিসিইউ কে মাথায় রেখে এইবার সেনাদের সুইস আর্মি নাইফ দেওয়া হবে।

Highlights

১.  চীন ও পাকিস্থান একজোট হয়ে চাপে ফেলতে চাইছে ভারতকে। 

২.  লাদাখের পূর্ব দিকে চীনা  সেনা আর পশ্চিমদিকে পাক সেনা। 

৩.  ভারতে এই মুহূর্তে প্রায় ১০০ পাক জঙ্গি ঢুকে আত্মগোপন করে আছে।

ভারত   #  চীন – পাকিস্থান    #  সীমান্ত সমস্যা 

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন