পাক প্রধানমন্ত্রী ইমরান খানের করোনা টেস্টের তোড়জোড় !

By Bangla news dunia Desk

Published on:

bBangla News Dunia, অজয় দাস :- এবার পাক প্রধানমন্তী ইমরান খানের করোনা টেস্ট নিয়ে তোড়জোড় শুরু হলো। মূলত কয়েক দিন আগে পাকিস্তানের বিশিষ্ট সমাজসেবী সংস্থার প্রধান প্রয়াত আব্দুল সাত্তার ইধির ছেলে ফয়জল ইধি প্রধানমন্ত্রী ইমরান খানের সাথে দেখা করে করোনা মোকাবিলায় মোটা টাকার চেক তুলে দেন। পাক প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করে ফেরার পর তিনি অসুস্থতা বোধ করেন। তার পরেই তার করোনা পরীক্ষা করা হয় যাতে তিনি পসিটিভ আসেন।

আরো পড়ুন :- এবারে টেলিফোনিক সার্ভে শুরুকরছে কেন্দ্র , কল আসবে ১৯২১ থেকে

এখন তাকে তার বাস ভবনেই করেনটিনে রাখা হয়েছে এবং সেখান থেকেই তার চিকিৎসা করা হচ্ছে। তবে তার আক্রান্তের পর এখন এখন চিন্তা বেড়েছে পাকিস্তানের , কারণ ফয়জল ইমরান খানের সাথে দেখা করেছিলেন।

 

ইমরান খানের ব্যাক্তিগত চিকিৎসক ফয়জল সুলতান জানান ইমরান খান দেশের গুরুত্বপূর্ণ ব্যাক্তি। তাই তাকে করোনা টেস্ট করতে হবে এবং দরকার পড়লে তাকে আইসোলেশনেও যেতে হতে পারে।

pakistan prodhanmonti imran khan

পাকিস্তানে এখন পর্যন্ত ৯ হাজারের বেশি মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে দাবি করেন ফয়জল সুলতান। তবে সূত্রের খবর অনুযায়ী ৯ হাজারের ও অনেক বেশি মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। পাকিস্তান ইতি মধ্যেই ভারতের কাছে হাইড্রোক্লোরোকুইন ঔষুধ চেয়েছে। এছাড়া ইমরান খান ভারতের কাছে ৩ মিলিয়ন ডলার সাহায্য চেয়েছেন।

আরো পড়ুন :- ধেয়ে আসছে কালবৈশাখী , বঙ্গে ঝড়-বৃষ্টির সম্ভবনা

Bangla news dunia Desk

মন্তব্য করুন