পুলওয়ামা হামলার ঘাতক পাকিস্তান ! অবশেষে হামলার দায় স্বীকার

By Bangla News Dunia Desk - Pallab

Updated on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- পুলওয়ামা হামলার ঘাতক পাকিস্তান ! পুলওয়ামার সিআরপিএফ কনভয়ে জঙ্গি হামলার দায় অবশেষে স্বীকার করল পাকিস্তান। পাকিস্তানের ইমরান খানের মন্ত্রিসভার মন্ত্রী ফওয়াদ চৌধুরী সংসদে ঘোষণা করেছেন, ২০১৯ সালে পুলওয়ামার সেই আত্মঘাতী হামলায় পিছনে তাদের মদত রয়েছে। তিনি বলেন আমরা ভারতের ভিতরে ঢুকে মেরেছি। এটা তাদের সরকারের একটা কৃতিত্ব।

২০১৯ সালে ১৫ই ফেব্রুয়ারী পুলওয়ামার হামলার জবাবে ২৬ ফেব্রুয়ারি বালাকোটের পাক জঙ্গি ঘাঁটিতে বিমান হামলা চালিয়েছিল ভারত। এরপর জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ হামলার দায় স্বীকার করার পরেও ইমরান খান পুলওয়ামা কাণ্ড এবং পাকিস্তানে জঙ্গি ঘাঁটির অস্তিত্ব অস্বীকার করেছিলেন। প্রসঙ্গত গত দিন জাতীয় সংসদে পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ নেতা আয়াজ সাদিক দাবি করেন , অভিনন্দন বর্তমান বন্দি হওয়ার পর পাক বিদেশমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি একটি গুরুত্বপূর্ণ বৈঠকে বলেছিলেন, ‘অভিনন্দনকে মুক্তি না দিলে ওই দিন রাত ৯টার মধ্যে ভারত প্রত্যাঘাত করবে, এমন আশঙ্কা করা হয়।

আরো পড়ুন :- ভারতের হামলার ভয়েই অভিনন্দনকে ছেড়েছিল পাকিস্তান ! চাঞ্চল্যকর তথ্য সামনে

বুধবার অভিনন্দননের বিষয়ে পাকিস্তানের সাংসদের বক্তব্য সামনে আসার পর ভারতের কৃতিত্ব নিয়ে আলোচনা শুরু হয়। এদিন পুলওয়ামার হামলার দায় নিজেদের ঘাড়ে নিয়ে মোদী সরকারের থেকে চাপ অনেকটাই লাঘব করে দিল পাকিস্তান। কারণ এবার পাকিস্তানের ইমরান খান সরকারের মন্ত্রী নিজেই পুলওয়ামা কাণ্ডের দায় স্বীকার করে নিলেন। এক্ষেত্রে এবার আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানকে আরো কোনঠাসা করতে পারবে ভারত। আর বিরোধীদের আক্রমণকেও ভোঁতা করতে পারবে মোদী সরকার।

Highlights:-

1. পুলওয়ামা হামলার ঘাতক পাকিস্তান !

2. আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানকে আরো কোনঠাসা করতে পারবে ভারত

#PAK #পুলওয়ামা

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন