পোল্যান্ডে ছড়ালো আফ্রিকান সোয়াইন ফিভার

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News  Dunia, সারদা দে :- করোনা আতঙ্কের মধ্যে পোল্যান্ডে  দেখা দিলো আফ্রিকান সোয়াইন ফিভার। এই  মুহূর্তে এই  ব্যাধিটি  জাঁকিয়ে  বসেছে পোল্যান্ডে।  একদিকে যেমন এশিয়ায় দানবীয় আকার নিয়ে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস তেমনি পোল্যান্ডে দানা বাঁধছে এই সোয়াইন ফিভার।  ইতিমধ্যে গত ২০ দিনের মধ্যে এই ব্যাধিতে মৃত্যু হয়েছে প্রায়  ৩৩ হাজার শুকরের। যদিও মানবদেহে এখনো পর্যন্ত ধরা পড়েনি এই রোগের  সংক্রমণ।

corona spread

গত কয়েকদিনে পোল্যান্ডে বেড়েছে  করোনা ভাইরাসে  আক্রান্তের সংখ্যা। এই দেশের ভাইস প্রেসিডেন্ট ইসহাক জাহাঙ্গিরি জনসমক্ষে না আসায়  তিনিও করোনা আক্রান্ত বলে সন্দেহ করা হচ্ছে । সংক্রমণের ভয়ে স্কুল ,কলেজ,বিশ্ববিদ্যালয়গুলি তে অনির্দিষ্ট কালীন ছুটি ঘোষণা করা হয়েছে। এর পাশাপাশি পোল্যান্ডের সেনাপ্রধান ও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন সে দেশের স্বাস্থ্যমন্ত্রী লুকাজ জুমোভস্কি। এখনো পর্যন্ত  এই দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৫,৫৭৫ যার মধ্যে সুস্থ হয়েছেন ২৮৪ জন এবং মৃতের সংখ্যা ১৭৪।

[ আরো পড়ুন :- মার্কিন মুলুকে করোনায় মৃত্যু ১১ ভারতীয়র ]

এই ভয়াবহ  পরিস্থিতিতে যোগ হলো এই  সোয়াইন ফিভার।  এই রোগ ছড়ানোর  প্রথম খবর পাওয়া যায় ২৩  মার্চ পোল্যান্ডের লুবজ প্রদেশের নিডোরাজ  গ্রামের কাছে। এইখানে ২৩,৭০০ শূকর ছানা এই রোগে আক্রান্ত হয়। সোমবার  দ্বিতীয়  পর্যায়  শুরু হয় শূকর পালনের গুরুত্বপূর্ণ কেন্দ্র পোজনানের  বিকওয়াইস  এলাকার কাছে থেকে। মার্চের মাঝামাঝি   নিডোরাজ থেকে ১ হাজার শূকর ছানা  কেনা হয়েছিল  । সেই ছানাগুলি   থেকে বিকওয়াইসের  ছানাগুলি সংক্রমিত হয়েছে বলে আশংকা করা হচ্ছে । তবে বিকওয়াইসের  ছানাগুলিকে মেরে  এই রোগ প্রতিরোধ করার সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় প্রশাসন। সব মিলিয়ে  এই মুহূর্তে পোল্যান্ডে আতঙ্কের আবহাওয়া তৈরী হয়েছে । তবে  এই বিষয়ে পোল্যান্ডে গবেষণা শুরু করেছে বিশেষজ্ঞরা। সাধারণ মানুষকেও শুকরের এই সংক্রমণ নিয়ে সচেতন করার কাজ শুরু করে দিয়েছে পোল্যান্ড সরকার। চিনেও দেখা মিলেছে এই সোয়াইন ফিভারের ,যার জেরে মারা গেছে ৪০ শতাংশ শূকর।

[ আরো পড়ুন :- করোনার জেরে আর্থিক মন্দা আমেরিকায় ]

 

 

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন