প্রকৃত নিয়ন্ত্রণরেখা সংলগ্ন অঞ্চলে সক্রিয়তা চীনের ,জানুন বিস্তারিত

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia : S. Datta Roy –   প্রকৃত নিয়ন্ত্রণরেখা সংলগ্ন অঞ্চলে সক্রিয়তা বাড়ালো চীন। বৃহস্পতিবার রাতের দিকে কয়েকটি উপগ্রহ চিত্র থেকে জানা যায় -লাদাখের উত্তর -পূর্বে গালওয়াল নদীর স্রোত বন্ধ করতে এবং তাতে বাধা সৃষ্টি করতে তৎপরতা বাড়িয়েছে চীন। উপগ্রহ চিত্র থেকে পরিষ্কার যে -এই কাজে বুলডোজার ব্যবহার করেছে তারা। বিভিন্ন সূত্রের টুকরো টুকরো খবর থেকে বোঝা যাচ্ছে যে -উত্তেজনা প্রশমনের আড়ালে কিভাবে পিপলস লিবারেশন আর্মি প্রকৃত নিয়ন্ত্রণ রেখার পরিসর বদলাতে চেয়েছিলো। কারণ এতে গালওয়ান উপত্যকায় কৌশলগত দিক থেকে সুবিধাজনক জায়গায় চলে যেত তারা।

এই গালওয়ান নালাটি সিয়োক নদীর সাথে যুক্ত যেটার তীরে ভারত দরবুক -সিয়ক -দৌলৎবেগ ওল্ডি রোড বানিয়েছে। লালফৌজ ভারতের সামরিক পরিবহনে বাধা দেওয়ার পথ পরিষ্কার করতে চেয়েছিলো। পিএলএ ১৪ -র কাছ থেকে তাবু সরাতে হবে। সোমবার সন্ধ্যাবেলা পিএলএ -কে জানান যে তাবু ভাঙতে হবে ,তখন তারা রাজি না হওয়ায় কথা কাটাকাটি শুরু হয়। চীনের মূল সমস্যার কারণ হল -দৌলৎবেগ ওল্ডি সিয়াচেন হিমবাহের কাছে অবস্থিত।

ভারতের অধীনে থাকা সিয়াচেন বিশ্বের সর্বোচ্চ যুদ্ধক্ষেত্র ,ফলে যুদ্ধ বাঁধলে উচ্চতায় থাকার ফলে শত্রুপক্ষ যে সুবিধাগুলি পায় তার সবটাই ভারত পাবে। দৌলৎবেগ ওল্ডি বিশ্বের সব চেয়ে উঁচু এয়ারস্ট্রীপ ,উচ্চতা প্রায় ১৬৬১৪ ফুট। ডিবিও -র এই এয়ারস্ট্রীপ থেকে সিয়াচেন হিমবাহ খুব কাছে। এখানেই চীনের সেনা ঘাঁটি গেড়েছে।

Highlights

১.  লাদাখের উত্তর -পূর্বে গালওয়াল নদীর স্রোত বন্ধ করতে এবং তাতে বাধা সৃষ্টি করতে তৎপরতা বাড়িয়েছে চীন। 

২.  সোমবার সন্ধ্যাবেলা পিএলএ -কে জানান যে তাবু ভাঙতে হবে ,তখন তারা রাজি না হওয়ায় কথা কাটাকাটি শুরু হয়। 

৩.  দৌলৎবেগ ওল্ডি সিয়াচেন হিমবাহের কাছে অবস্থিত।

দৌলৎবেগ ওল্ডি   #  সিয়াচেন হিমবাহ    #  ভারত – চীন সীমান্ত সংঘর্ষ 

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন