Bangla News Dunia , দীনেশ দেব :- ২০২০ – ২০২১ অর্থ বর্ষের পরিসংখ্যান বলছে প্রতিব্যাক্তি আয়ে ( উপার্জনে ) ভারতকে পিছনে ফেলেছে বাংলাদেশ। আর এই খবর ভারত বিরোধী শক্তি যারা ভারতের ভিতরে থেকেই ভারতের বিরোধিতা করে চলে। তেমন কিছু শক্তি বিশ্ব দরবারে ভারতের বদনাম করতে এই খবর ছড়িয়ে দিচ্ছে। প্রতিব্যাক্তি আয়ে বাংলাদেশ ২৮০ ডলার এগিয়ে গেছে এটা ঠিক। যেখানে ভারতের প্রতিব্যাক্তি আয় ২০২০-২০২১ এ ১,৯৪৭ ডলার ছিল , সেখানে বাংলাদেশের ২০২০-২০২১ এ প্রতিব্যাক্তি আয় ২,২২৭ ডলার।
কিন্তু বাংলাদেশ GDP -তে ভারতের থেকে এখনো অনেক পিছিয়ে রয়েছে। আর ভারতের সাথে বাংলাদেশের তুলনাই করা সঠিক নয়। কারণ বাংলাদেশ ভারতের থেকে অনেক ছোট দেশ ভারতের এমন অনেক রাজ্য আছে যা বাংলাদেশের থেকে বড় ও তার জন সংখ্যা ও বাংলাদেশের থেকে বেশি।
আরো পড়ুন :- যুদ্ধ বিরতির ২৪ ঘন্টার মধ্যেই আবারো উত্তপ্ত আল আকসা মসজিদ
ভারতের GDP যেখানে ৩.৫ ট্রিলিয়ান ডলার বিশ্বের মধ্যে ৬ তম বৃহত্তম অর্থনীতির দেশ ভারত। সেখানে বাংলাদেশের GDP মাত্র ৩.৬ বিলিয়ান ডলার। বিশ্বের মধ্যে ৩৫ তম বৃহত্তম অর্থনীতির দেশ বাংলাদেশ। অথাৎ বাংলাদেশের GDP থেকে ভারতের GDP প্রায় ১০ গুন বেশি। বাংলাদেশের GDP সমান অর্থ ভারতের কয়েকটি বড় ব্যাবসায়ীর কাছেই রয়েছে। ফলে বাংলাদেশের সাথে ভারতের তুলনা করা সঠিক নয়। এছাড়া যেখানে বাংলাদেশের GDP – র থেকে ভারতের GDP ১০ গুন বেশি সেখানে বাংলাদেশের জনসংখ্যা থেকে ভারতের জনসংখ্যা ৮ গুন বেশি। অথাৎ জন সংখ্যার অনুপাত থেকে ও GDP – র অনুপাত বেশি।
আর এই বছর ভারতের প্রতি ব্যাক্তি আয় কম হওয়ার পিছনের প্রধান কারণ হলো করোনা ভাইরাস ও লক ডাউন। করোনা ভাইরাসের জন্য আগেই প্রচুর ভারতীয় তার কাজ হারিয়েছে। আর তার পরে লক ডাউন দেশের আর্থিক উন্নতিকে থামিয়ে দিয়েছে। ভারত আগের অবস্থায় আসতে এখনো কয়েক মাস সময় লাগবে। অথাৎ প্রতি ব্যাক্তি আয় দেখেই বলা যাবে না যে বাংলাদেশ ভারতের থেকে এগিয়ে গেছে।
তবে হ্যাঁ বাংলাদেশ অনেক ভালো কাজ করছে। বাংলাদেশ দ্রুত উন্নতি করছে। আর বাংলাদেশ যত উন্নতি করবে ততই ভারতের জন্য ও ভালো হবে। ঠিক যেমনটা ইউরোপে হয়েছে , ইউরোপের কিছু দেশ উন্নত হওয়ায় তার প্রভাবে তার প্রতিবেশী দেশ গুলো ও উন্নতি করেছে। কারণ কথায় আছে প্রতিবেশী উন্নত হলে তার প্রভাব অন্য প্রতিবেশীদের উপর পড়বেই। এটা ভারত ও বাংলাদেশ উভয়ের জন্যই শুভ খবর।
আরো পড়ুন :- হিন্দু তরুণীকে গোমাংস খাওয়ানোর অভিযোগ উঠেছে রেস্তোরাঁর মালিকের বিরুদ্ধে !
আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
বিশেষ বিজ্ঞপ্তি :- বর্তমান সময়ে আমরা সকল দেশ বাসি করোনা মহামারীর মধ্যে দিয়ে যাচ্ছি। দেশে করোনা মারাত্মক আকার ধারণ করেছে। এই অবস্থায় নিজের ও নিজের পরিবারের খেয়াল রাখুন। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বেরোবেন না। আপনার সময় আসলে ভ্যাকসিন নিন। এতে করোনা থেকে মুক্তি পাবেন। ভয় পাবেন না নিয়ম মেনে চলুন। নিজে সুস্থ থাকুন ও অপরকে সুস্থ রাখুন। একদিন খারাপ সময় কেটে গিয়ে ভালো সময় আসবে।
আরো পড়ুন :- ব্রেকিং নিউজ : চীনের করোনা রোধী ভ্যাকসিন ফেল ! চীনা পণ্যের মতোই চীনা ভ্যাকসিন ফেল