Bangla News Dunia, দীনেশ :- শেষ পর্যন্ত ২৬/১১ মুম্বই হামলার অন্যতম অভিযুক্ত পাকিস্তানি বংশোদ্ভূত কানাডার ব্যবসায়ী তাহাউর রানাকে হাতে পেতে চলেছে ভারত। বর্তমানে তাহাউর রানা বন্দি রয়েছেন ক্যালিফোর্নিয়ার একটি জেলে। ইতিমধ্যেই ওয়াশিংটনের নবম সার্কিট বেঞ্চ বাইডেন সরকারের আবেদন মেনে রানার প্রত্যর্পণে সায় দিয়েছে।
জানা গিয়েছে, মুম্বই হামলার অন্যতম অভিযুক্ত ডেভিড কোলম্যান হেডলির সঙ্গী ছিলেন তাহাউর রানা। ২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বই হামলায় প্রত্যক্ষভাবে জড়িত ছিল রানা। সেদিন হামলা চালিয়েছিলেন পাকিস্তান থেকে আসা লস্কর-ই-তইবার ১০ জঙ্গি। পরবর্তীতে রানা আশ্রয় নেয় আমেরিকায়। ১৯৯৭ সালের দ্বিপাক্ষিক বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ভারতের তরফে আবার আবেদন জানানো হয় রানাকে প্রত্যর্পণের। ২০২০ সালের জুন মাসে মুম্বই নাশকতার ঘটনাতেই ফের রানাকে গ্রেপ্তার করে আমেরিকার পুলিশ। ২০২৩ সালের মে মাসে ওয়াশিংটনের ফেডারেল আদালত রানাকে ভারতে প্রত্যর্পণের নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে রানার আবেদন ওয়াশিংটনের নবম সার্কিট বেঞ্চে বিচারাধীন ছিল। অবশেষে সেই বেঞ্চ রানাকে ভারতে প্রত্যর্পণের আবেদনে সায় দিয়েছে। প্রত্যর্পণের রায়ে স্থগিতাদেশ চেয়ে রানার আবেদনও খারিজ হয়ে গিয়েছে। এর ফলে রানাকে ভারতে ফেরাতে আমেরিকার আইন অনুযায়ী বিদেশ সচিব প্রত্যর্পণের নির্দেশনামায় সই করতে পারবেন।
আরো পড়ুন :- ২০২৪ সালে ভারতীয়রা গুগলে সবচেয়ে বেশি কী সার্চ করলেন ? একনজরে দেখে নিন তালিকা
আরো পড়ুন :- ‘এবার ঘুরে দাঁড়ানোর পালা’- কার উদ্দেশ্যে বার্তা সলমন খানের ?
JOB : ভারতীয় সেনায় SSC অফিসার নিয়োগ 2025https://t.co/YuunH7IhJC
— The Global Press Bangla (@kaushik94544429) January 1, 2025
JOB : রেলওয়ে TTE নিয়োগ 2025, দেখুন আপনার কি কি জানা দরকারhttps://t.co/NjdMR6XBIM
— The Global Press Bangla (@kaushik94544429) January 1, 2025
CRPF কনস্টেবল নিয়োগ 2025 : দেখুন আবেদন, যোগ্যতা এবং নির্বাচন বিশদেhttps://t.co/oVAvn83dXS
— The Global Press Bangla (@kaushik94544429) January 1, 2025