Bangla News Dunia, সমরেশ দাস :- সেই ডিসেম্বরে শুরু হয়েছিল চিনতে আজ ৪ মাস হয়ে গেলো কিন্তু এখনো পর্যন্ত এর দাপট কমলো না , ১ লক্ষ ১৫ হাজারের ওপর মানুষ মারা গিয়েছেন ইতিমধ্যে , আক্রান্ত ২০ লক্ষের বেশি । আমাদের দেশের প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী আজ জাতির উদ্দেশে যে ভাষণ দিয়েছেন তাতেও তিনি সমস্ত চিকিৎসক ও তরুণ বিজ্ঞানীদের বলেছেন আপনারা সবাই এগিয়ে আসুন ও এই ভাইরাস কে রুখতে কিছু টিকা আবিষ্কার করুন ।
যেকোনো রোগের ভ্যাকসিন আবিষ্কার করতে ন্যূনতম সময় লাগে ১০ থেকে ১৫ বছর সেখানে যাতে সামনে বছরের এই সময়ের মধ্যে মানুষ সেটা পায় তার চেষ্টা করে যাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) ।
[ আরো পড়ুন : মে মাসের ৩ তারিখ পর্যন্ত লকডাউনের সময় সীমা বাড়লো ]
মার্কিন যুক্তরাষ্ট্র-র একটা সংস্থা drugmakers Moderna Inc এবং Inovio Pharmaceuticals Inc তারা সরকারি মোতে মানুষের উপরে ভ্যাকসিন ব্যবহার করেছে পরীক্ষামূলক ভাবে দেখার জন্য যে এর ফল কি হয় ।CanSino Biologics Inc, হংকঙ এর একটি সংস্থা ও বেজিংয়ের একটি সংস্থা ইনস্টিটিউট অফ টেকনোলজি তাদের পরীক্ষা দ্বিতীয় পর্যায়ে আছে ।
[ আরো পড়ুন :- টানা লড়াইয়ে যুদ্ধ জয় , সুস্থ হলেন ৯৩বছরের বৃদ্ধা ]
সমস্ত ওষুধ প্রস্তুতকারক সংস্থাগুলো তাদের নিজেদের সাধ্য মতো তারা চেষ্টা করে চলেছে যাতে তারাও ভ্যাকসিন তৈরী করতে পারে । যেখানে কোনো ভ্যাকসিন তৈরী করে সেটাকে প্রথমে কোনো প্রাণীর উপরে পরীক্ষা করা হয় বছরের পর বছর , তারপর সেটা সরকারের ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদন দিলে মানুষের উপরে প্রয়োগ করা হয় । এখন সেটা আর করা হচ্ছে না , এখন সরাসরি মানুষের উপরে ব্যবহার করা হচ্ছে ।