ফিলিস্তিনিদের ওপর নিষেধাজ্ঞা, ইজরায়েলে কদর বাড়ছে ভারতীয়দের !

By Bangla News Dunia Dinesh

Published on:

India-on-Israel-palestine-war (1)

 

Bangla News Dunia, দীনেশ :- ২০২৩-এর ৭ অক্টোবর ইজরায়েলে ঢুকে হামলা চালায় প্যালেস্টাইনের জঙ্গি সংগঠন হামাস। তারপর থেকে ইজরায়েল-হামাস যুদ্ধ চলছে। এমন পরিস্থিতিতে ফিলিস্তিনিদের কাজে নেওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার। তার পরিবর্তে কাজে নেওয়া হচ্ছে ভারতীয়দের। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গত এক বছরে ১৬ হাজার ভারতীয় নির্মাণ শ্রমিক ইজরায়েলে গিয়েছেন। সেখানে ক্রমশ ভিড় বাড়ছে হিন্দিভাষীদের।

আরো পড়ুন :- মাত্র 3,530 টাকা ঢেলে 33 কোটি রিটার্ন ! 6 মাসে কোটিপতি বিনিয়োগকারীরা, জানুন সেই মাল্টিব্যাগার শেয়ার সম্পর্কে

এদিকে, প্যালেস্টাইনের হামাসের পাশাপাশি লেবাননের হেজবোল্লা ও ইয়েমেনের হুথি জঙ্গি গোষ্ঠীর সঙ্গে একই সময়ে সংঘর্ষে জড়িয়ে পড়েছে ইজরায়েল। তাদের সামরিক বাহিনী যেমন হামলা চালাচ্ছে, সেই সঙ্গে জঙ্গি সংগঠনগুলিও প্রত্যাঘাত করছে। এই পরিস্থিতিতে ইজরায়েলে যাওয়া কতটা যুক্তিসঙ্গত, এই প্রশ্নের উত্তরে ৩৫ বছরের নির্মাণ শ্রমিক নিশাদ বলেছেন, ‘এখানে ভয় পাওয়ার কিছু নেই। হামলা শুরু হলে সাইরেন বেজে ওঠে। আমরা তখন বাঙ্কারে ঢুকে যাই। সাইরেন বন্ধ হয়ে গেলে আমরা ফের কাজ শুরু করি।’

আরো পড়ুন :- ‘এবার ঘুরে দাঁড়ানোর পালা’- কার উদ্দেশ্যে বার্তা সলমন খানের ?

অল্প সময়ে বেশি উপার্জনের উদ্দেশ্যেই নিশাদের মতো হাজার হাজার শ্রমিক দেশটিতে পাড়ি দিয়েছেন। ভারত থেকে ইতিমধ্যে প্রায় ১৬ হাজার নির্মাণ শ্রমিক ইজরায়েলে গিয়েছেন। ইজরায়েলে বয়স্ক নাগরিকদের দেখভাল, হীরার ব্যবসা এবং আইটি সেক্টরে কাজ করছেন বহু ভারতীয়।

আরো পড়ুন :- ফোন ধরলেই সর্বনাশ ! এই নম্বরগুলি থেকে কল আসলে ভুলেও তুলবেন না

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন