ফের বিস্ফোরক দাবি ট্রাম্পের , দেখুন বিস্তারিত

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- করোনা আতঙ্কের জেরে কাঁপছে গোটা বিশ্ব। ভ্যাকসিনের খোঁজে গবেষণা চলার পাশাপাশি লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত ও আক্রান্তের সংখ্যা। তার মধ্যে , ফের বিস্ফোরক দাবি ট্রাম্পের। মারণ ভাইরাসের আঁতুড়ঘর চিনকে বারবার দোষারোপ করার ফাঁকেই করোনায় মৃত ও আক্রান্তের নিরিখে সবার উপরে অবস্থান করছে আমেরিকা।

এই পরিস্থিতিতে , ভারত ও চিনে পরীক্ষা বেশি হলে আরও করোনা রোগীর হদিশ পাওয়া যেত বলে দাবি করলেন আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার এই বিষয়ে সাংবাদিকদের সামনে মন্তব্য করতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন, আমরা এখনও পর্যন্ত ২ কোটির বেশি মানুষের করোনা পরীক্ষা করিয়েছি। এটা মনে রাখবেন, যত বেশি পরীক্ষা হবে তত বেশি করোনা আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া যাবে।

যদি আমরা ভারত, চিন বা অন্য কোথাও পরীক্ষা করতাম তাহলে আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে সেখানে আরও বেশি করোনা আক্রান্তের সন্ধান পাওয়া যেত। কোভিড-১৯ আমাদের তথা সারা বিশ্বের শত্রূ । আর এই ভয়ানক শত্রু জন্ম নিয়েছে  চিন থেকে। ওরা যদি প্রথমেই এই মারণ ভাইরাসকে আটকে দিতে পারত তাহলে গোটা বিশ্বকে এর মারণ তাণ্ডব সহ্য করতে হত না। কিন্তু, আসলে তা আর হয়নি। ফলে সবাইকে সমস্যায় পড়তে হয়েছে।

এরপরই করোনার মতো অদৃশ্য বিপদের বিরুদ্ধে আমেরিকা সমস্ত ক্ষমতা দিয়ে লড়ছে বলে দাবি করেন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। এবিষয়ে মার্কিন প্রশাসন সবরকমের উদ্যোগ নিচ্ছে বলেই দাবি করেন তিনি। তাঁর কথায়, করোনার ভ্যাকসিন তৈরি করার জন্য পূর্বে জারি করা সমস্ত বিধিনিষেধ প্রত্যাহার করা হয়েছে। জোরকদমে খুব তাড়াতাড়ি প্রতিষেধক বা ভ্যাকসিন তৈরির কাজও চলছে। সুখবর মিলতে পারে তাড়াতাড়ি।

Highlights 

1. ফের বিস্ফোরক দাবি ট্রাম্পের

2. ভারত ও চিনে পরীক্ষা বেশি হলে আরও করোনা রোগীর হদিশ পাওয়া যেত বলে 

3. যত বেশি পরীক্ষা হবে তত বেশি করোনা আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া যাবে

4. জোরকদমে খুব তাড়াতাড়ি প্রতিষেধক বা ভ্যাকসিন তৈরির কাজও চলছে

# Trump # Corona

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন