ফের ভয়াবহ রূপ নিতে পারে করোনা ! সতর্কবাণী দিল WHO

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী : মনে হচ্ছিল, করোনা নামক বিভীষিকা থেকে মুক্তি পেতে চলেছে বিশ্ব। হাজার হাজার মানুষের প্রাণ কেড়ে নেওয়ার পর ক্ষান্ত দেবে মানব সভ্যতার ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর শত্রু। ঠিক তখনই নতুন করে আশঙ্কার কথা শোনাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। WHO’র ধারণা, করোনা মহামারী শেষ হয়ে যায়নি। নতুন করে আঘাত হানার প্রস্তুতি নিচ্ছে। গত বছর করোনার দ্বিতীয় ধাক্কা গোটা বিশ্বে আছড়ে পড়েছিল।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, ইউরোপ এবং মধ্য এশিয়ার অন্তত ৫৩টি দেশ এক ভয়াবহ সন্ধিক্ষণে দাঁড়িয়ে। WHO’র ইউরোপের ডিরেকটর হ্যান্স ক্রুজ সাংবাদিক বৈঠকে বলেন, “ইউরোপ এবং মধ্য এশিয়ার ৫৩টি দেশে সংক্রমণের বর্তমান হার গুরুতর উদ্বেগের কারণ। বাস্তবসম্মত হিসাব করলে আশঙ্কা করা যেতে পারে, আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে পাঁচ লক্ষ মানুষের মৃত্যু হতে পারে।”

avilo home

WHO বলছে, করোনার নতুন নতুন স্ট্রেন যে হারে সংক্রমণ ছড়াচ্ছে তা রীতিমতো ভয়াবহ।সংক্রমণের এই গতি অব্যাহত থাকলে আগামী কয়েক মাসে ভয়াবহ আকার ধারণ করতে পারে মহামারী। অনেক দেশেই সংক্রমণের হার ফের রেকর্ড স্তরে পৌঁছে গিয়েছে। ইউরোপের দেশ গুলিকে করোনা রুখতে আরও পরিশ্রম করতে হবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার দাবি করছে নেহাত অমূলক নয়, তা রাশিয়া-সহ একাধিক দেশের পরিসংখ্যানে ইতিমধ্যেই প্রমাণ হয়ে গিয়েছে। রাশিয়ায় এই মুহূর্তে করোনার দৈনিক মৃত্যু সর্বকালের সব রেকর্ড ভাঙছে। স্রেফ গতকাল সেদেশে করোনায় মৃত্যু হয়েছে ১ হাজার ১১৯ জনের। আক্রান্ত ৪০ হাজারেরও বেশি। পার্শ্ববর্তী বেশ কয়েকটি দেশে করোনার দৈনিক পরিসংখ্যান এখন রেকর্ড পর্যায়ে। যা রীতিমতো চিন্তার।

আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন