Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- ফের ভারতের সাথে সংঘাতে নেপাল। ভারত-নেপাল সম্পর্ক ক্রমশই বেশ গম্ভীর হয়ে উঠছে। কখনো উত্তরাখণ্ড তো কখনো বিহার, ভারত-নেপাল বিতর্ক চলছেই। এরমধ্যেই আবার ভারতীয় ভূখণ্ডের বেশ কিছুটা এলাকা নিজেদের ম্যাপের অন্তর্গত করে নিয়েছে নেপাল সরকার। এবার ভারতের বিরুদ্ধে নেপাল সরকার নিল এক নতুন পদক্ষেপ। বৃহস্পতিবার দুপুরের পর থেকে নেপালে ভারতীয় সংবাদমাধ্যম গুলিকে বন্ধ করে দেওয়া হয়েছে।
ভারতের বিরুদ্ধে নেপালের প্রধানমন্ত্রী কে পি অলির অভিযোগ, ভারতের তরফ থেকে সংবাদমাধ্যমগুলি অনবরত অলির ইস্তফা প্রসঙ্গে উস্কানি দিয়ে যাচ্ছে। ভারতীয় সংবাদ মাধ্যমগুলি নেপালের প্রধানমন্ত্রী অলিকে নিয়ে অনবরত মিথ্যে প্রচার চালাচ্ছে। প্রধানমন্ত্রী অলির অতিরিক্ত চিন ঘনিষ্ঠতা এবং ভারত বিরোধিতা ভালো চোখে দেখেননি তার নিজের দলের রাজনৈতিক ব্যক্তিত্বরাই। তারা অনবরত অলির বিরুদ্ধে প্রচার চালিয়ে যাচ্ছেন। ইতিমধ্যেই অলিকে ইস্তফা প্রসঙ্গে চাপ দিচ্ছেন তারা। চাপ আসছে জোট সঙ্গীর প্রচন্ডর তরফেও।
এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী ওলির অভিযোগ ভারত ইচ্ছাকৃত ভাবে তার বিরোধিতা করছে। তাই ভারতীয় সংবাদ মাধ্যম গুলি নেপালের নিষিদ্ধ করলেন তিনি। অলিকে সমর্থন করে নেপালের কমিউনিস্ট পার্টির মুখপাত্র তথা প্রাক্তন উপপ্রধানমন্ত্রী নারায়ন কাজি শ্রেষ্ঠা সংবাদমাধ্যমে বলেন, ভারতীয় সংবাদমাধ্যম অনবরত নেপাল সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, যত শীঘ্র সম্ভব এসব বন্ধ হওয়া দরকার। ঘরে বাইরে প্রবল চাপে থাকা ওলি নিলেন এমন ভারত বিরোধী সিদ্ধান্ত। দেখার বিষয় কতদূর এগোয় এই সংঘাত।
Highlights
1. ফের ভারতের সাথে সংঘাতে নেপাল
2. ঘরে বাইরে প্রবল চাপে থাকা ওলি নিলেন এমন ভারত বিরোধী সিদ্ধান্ত
#INDIA #NEPAL