ফ্রান্সের রাফেলকে সারা বিশ্বে পৌঁছে দিয়েছে ভারত !

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia ,  দীনেশ দেব :- ভারত ফ্রান্সের থেকে ৩৬ টি রাফেল যুদ্ধ বিমান কেনার চুক্তি করেছে। আর ইতি মধ্যে বেশ কিছু যুদ্ধ বিমান ভারতের হাতে চলে ও এসেছে। কিন্তু ভারত ফ্রান্সের এই রাফেল যুদ্ধ বিমান কেনার ফলে বিরাট লাভবান হয়েছে ফ্রান্স। ফ্রান্সের এই যুদ্ধ বিমানকে বিশ্বের কাছে পৌঁছে দিয়েছে ভারত। এক কথায় বলা যায় রাফালের ব্র্যান্ডিং ও মার্কেটিং করে দিয়েছে ভারত।

ফ্রান্স থেকে আসবে যুদ্ধবিমান rafal

ফ্রান্সের তৈরী এই রাফেল যুদ্ধ বিমান অনেক পুরানো। ফ্রান্স এই যুদ্ধ বিমানকে দিনের পর দিন আরো উন্নত করেছে ফলে এই যুদ্ধ বিমান বিশ্বের অন্যান্য দেশের যুদ্ধ বিমানের চেয়ে কোনো অংশে কম নয় বরংচ তার থেকেও বেশি। কিন্তু রাশিয়া ও আমেরিকার চাপে কোনো দেশকে ফ্রান্স এই যুদ্ধ বিমান বেঁচতে পারেনি , বলা যায় কোনো ছোট দেশ আমেরিকার ভয়ে ফ্রান্সের থেকে এই যুদ্ধ বিমান ক্রয়ের চেষ্টা ও করেনি।

আরো পড়ুন :- হিন্দু তরুণীকে গোমাংস খাওয়ানোর অভিযোগ উঠেছে রেস্তোরাঁর মালিকের বিরুদ্ধে !

কিন্তু ভারত যখন যুদ্ধ বিমান কেনার জন্য বিশ্বের বিভিন্ন দেশের যুদ্ধ বিমান দেখে তখন ভারতীয় বায়ু সেনা ফ্রান্সের রাফেলকে সবচেয়ে ভালো যুদ্ধ বিমান বলে। তাই ভারত সরকার বায়ু সেনার কথা অনুযায়ী ফ্রান্সের থেকে যুদ্ধ বিমান কেনার জন্য কথাবার্তা শুরু করে। তখন আমেরিকা ও রাশিয়া ভারতের উপর নিজেদের তৈরী যুদ্ধ বিমান কেনার জন্য চাপ সৃষ্টি করতে থাকে।

 

কিন্তু ভারত সরকার কোনো চাপে না এসে ফ্রান্সের সাথে ৩৬ রাফেল যুদ্ধ বিমান কেনার চুক্তি করে। যেটা রাশিয়ার থেকে S – 400 কেনার ক্ষেত্রে হচ্ছে।  আমেরিকা ভারতের উপর এই S – 400 মিশাইল সিস্টেম না কেনার জন্য চাপ সৃষ্টি করছে। কিন্তু ভারত না সেই দিন চাপে এসেছে না আজ চাপে আসবে।

এবার ভারতের দেখা দেখি বিশ্বের বিভিন্ন দেশ ফ্রান্সের কাছে রাফেল কেনার অর্ডার দিতে শুরু করে। এর প্রধান কারণ হলো ভারতীয় বায়ুসেনা বিশ্বের চতুর্থ সবচেয়ে শক্তিশালী বায়ুসেনা। আর ভারত এই বিমান কিনছে মানে এই বিমান সত্যি ভালো। কারণ ভারতীয় বায়ুসেনাদের কাছে অভিজ্ঞতা বেশি। তারা বিভিন্ন দেশের যুদ্ধবিমান ব্যবহার করেছে।

আরো পড়ুন :- আমাদের চোখ রাঙালে গুড়িয়ে দেব ! মুসলিম বিশ্বকে হুশিয়ারি ইসরায়েলের

ভারতের দেখা দেখি ইজিপ্ট ( মিশর ) ২৪ টি রাফেল যুদ্ধ বিমানের অর্ডার দেয় , তার পরে গ্রীস ১২ টি রাফেল যুদ্ধ বিমানের অর্ডার দেয় , তার পরে আবারো ইজিপ্ট ( মিশর ) আরো ২৪ টি রাফেল যুদ্ধ বিমানের অর্ডার দেয় , এর পরে কাতার ও ফ্রান্সের কাছে বলে আমাদের ও ১৮ টি রাফেল লাগবে। আর পরেও অর্ডার থেমে নেই  ক্রোয়েশিয়া ফ্রান্সের কাছে রাফেল যুদ্ধ বিমান চায় কিন্তু ফ্রান্স জানায় যে এখন সমস্ত অর্ডার বুক হয়ে গেছে। তার এখন আর নতুন রাফেল ডেলিভারি দিতে পারবেনা। তার জন্য কিছুদিন সময় লাগবে।

ফলে ক্রোয়েশিয়া ফ্রান্সের কাছে বলে ঠিক আছে তা হলে আমাদের পুরানো রাফেল দিন। ফ্রান্স এককটি পুরানো রাফেল ১০০ মিলিয়ান ডলারে বিক্রি করছে , যা প্রায় নতুন রাফালের সমান। এতেই বোঝা যাচ্ছে যে ভারত ফ্রান্সের এই যুদ্ধ বিমান কিনে ফ্রান্সের ভাগ্য খুলে দিয়েছে। তাই ফ্রান্স ও ভারতের জন্য তার সকল দরজা খুলে দিয়েছে।

আরো পড়ুন :- যুদ্ধ বিরতির ২৪ ঘন্টার মধ্যেই আবারো উত্তপ্ত আল আকসা মসজিদ

আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন

বিশেষ বিজ্ঞপ্তি :- বর্তমান সময়ে আমরা সকল দেশ বাসি করোনা মহামারীর মধ্যে দিয়ে যাচ্ছি। দেশে করোনা মারাত্মক আকার ধারণ করেছে। এই অবস্থায় নিজের ও নিজের পরিবারের খেয়াল রাখুন। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বেরোবেন না। আপনার সময় আসলে ভ্যাকসিন নিন। এতে করোনা থেকে মুক্তি পাবেন। ভয় পাবেন না নিয়ম মেনে চলুন। নিজে সুস্থ থাকুন ও অপরকে সুস্থ রাখুন। একদিন খারাপ সময় কেটে গিয়ে ভালো সময় আসবে।

আরো পড়ুন :- ব্রেকিং নিউজ : চীনের করোনা রোধী ভ্যাকসিন ফেল ! চীনা পণ্যের মতোই চীনা ভ্যাকসিন ফেল

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন