ফ্রান্স থেকে আসবে যুদ্ধবিমান

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia,শারদীয়া রায়: –সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, আগামী ২৭ জুলাই  পূর্ণ অস্ত্রসম্ভার-সহ ছ’টি রাফাল বিমান ফ্রান্সের থেকে ভারতীয় বায়ুসেনার হাতে আসবে। এগুলি হরিয়ানার অম্বালা বায়ুসেনা ঘাঁটির ‘গোল্ডেন অ্যারো (১৭ নম্বর) স্কোয়াড্রন’-এ অন্তর্ভুক্ত হবে। অগস্ট মাসের গোড়াতেই পুরোদস্তর যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাবে ভারতীয় বিমানবাহিনীর ওই রাফাল বহর।

সামরিক কর্তারা জানিয়েছেন, পূর্ব লাদাখের গালওয়ানে ভারত, চিনের সেনাবাহিনীর সংঘর্ষের ফলে তৈরি হওয়া উত্তেজনার আবহে চরম সতর্ক থাকা ভারতীয় বায়ুসেনার সামগ্রিক যুদ্ধ করার ক্ষমতা বাড়াবে এই বিমান বহর । দক্ষিণ ফ্রান্সের ইস্টার কমিউন থেকে এই বিমানগুলিকে উড়িয়ে আনবেন ভারতীয় বায়ুসেনার পাইলটেরা। মাঝে সংযুক্ত আরব আমিরশাহির আবুধাবির আফ ধাফরা এয়ারবেসে হবে সাময়িক যাত্রাবিরতি।

ফ্রান্স থেকে আসবে  যুদ্ধবিমান

সীমান্ত সংঘাতের প্রেক্ষাপটে গত ২ জুন টেলিফোনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের সঙ্গে টেলিফোনে হওয়া আলোচনায় বসেন  ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী ফ্লোরেন্স পার্লে।  করোনাভাইরাস অতিমারী সংক্রমণ সত্ত্বেও নির্ধারিত সূচি মেনেই রাফাল জেটবিমান ডেলিভারি দেওয়া হবে সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী। প্রসঙ্গত, প্রায় ৫৮ হাজার কোটি টাকা মূল্যে ৩৬টি রাফাল যুদ্ধবিমান কেনার জন্য় ফ্রান্সের সঙ্গে ভারতের সরকারি স্তরে চু্ক্তি হয় ২০১৬-র সেপ্টেম্বর। গত ৮ অক্টোবর প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের ফ্রান্স সফরের সময় দক্ষিণ ফ্রান্সে দাসো কর্তৃপক্ষ আনুষ্ঠানিক ভাবে ভারতের হাতে প্রথম রাফাল যুদ্ধবিমান হস্তান্তর করেছিল।

এই বিমানের  ভিন্ন ধরনের শক্তিশালী অস্ত্র বহনের ক্ষমতা আছে। ইউরোপের ক্ষেপণাস্ত্র নির্মাতা এমবিডিএ-র মেটিওর বিয়ন্ড ভিস্যুয়াল রেঞ্জ এয়ার-টু-এয়ার মিসাইল ও স্ক্যাল্প ক্রুজ মিসাইলহ হবে রাফালের অস্ত্র প্যাকেজের মূল শক্তি। ক্ষেপণাস্ত্র সিস্টেম ছাড়াও রাফাল জেট বিমানে থাকবে ইজরায়েলি হেলমেটভিত্তিক ডিসপ্লে, রাডার ওয়ার্নিং রিসিভার, লো ব্যান্ড জ্যামার, ১০ ঘন্টার ফ্লাইট ডাটা রেকর্ডিং,ইনফ্রা-রেড সার্চ ও ট্র্যাকিং সিস্টেম সমেত ভারতের কথা মাথায় রেখে তৈরি বেশ কিছু সুবিধা। নতুন জেট বিমানগুলি ব্যবহারের জন্য প্রয়োজনীয় পরিকাঠামো তৈরি রাখা, পাইলটদের প্রশিক্ষণসমেত যাবতীয় প্রস্তুতি সেরে রেখেছে বায়ুসেনা। ভারতীয় বায়ুসেনার ফাইটার পাইলটদের একটি দল ইতিমধ্যেই ফ্রান্সে গিয়ে রাফাল যুদ্ববিমানের প্রশিক্ষণ নিয়েছে।

Highlights

১. ফ্রান্স থেকে এলো ৬টি জেটবিমান।

২. সীমান্তের ভারতীয় বায়ুসেনার শক্তিবৃদ্ধি করবে এই বিমানবহর

৩. বিমানগুলি বিভিন্ন ধরণের অস্ত্রসম্ভার বহন করতে সক্ষম

#France | #Indian Airforce   

 

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন