Bangla News Dunia, অজয় দাস :- করোনা ভাইরাসের ফলে সাধারণ মানুষের আর্থিক অবস্থা খারাপ হয়েছে। আর এই অবস্থায় সব কাজ অনলাইনে চলছে। এই মহামারীর সময় আমাদের বেশিরভাগ কাজই অনলাইন ভিত্তিক হয়ে গেছে। আর তার ফলেই প্রয়োজন সৃষ্টি হয়েছে মোবাইল ও কম্পিউটারের আর তার সাথে দরকার পড়েছে ইন্টারনেটের।
এই অবস্থায় মানুষের মোবাইল ডাটা ও Wi-Fi ব্যবহার বৃদ্ধি পেয়েছে। এমন অবস্থায় এক ব্যাক্তি তার প্রতিবেশীদের জন্য Wi-Fi সম্পূর্ণ ফ্রীতে দিচ্ছেন। তার জন্য তিনি তার বাড়ির দেওয়ালে Wi-Fi এর উজার নেমে ও পাসওয়ার্ড লিখে দিয়েছেন। তবে তা ব্যবহার করা মোটেও সহজ নয়।
টুইটারে পাবলো রিচার্ড (Pablo Rochat) নামে এক ব্যাক্তি একটি ভিডিও পোস্ট করেছে। সেই ভিডিওতে দেখতে পাওয়া যাচ্ছে , দেওয়ালে একটি কাগজে বড় বড় করে লেখা আছে ফ্রি ওয়াই – ফাই , আর তার নিচেই লেখা আছে তার উজার নেম ( User name ) – গুডলাক ( goodluck ) আর পাসওয়ার্ড (password) এর তো কোনো অন্তর নেই। নিচে দেখা যাচ্ছে একটি সরু কাগজে বিরাট বড় পাসওয়ার্ড লেখা , যা সাধারণ কোনো মানুষের পক্ষে টাইপ করা মুশকিল। আর এই পাসওয়ার্ড টাইপ করতে গেলে প্রচুর ধর্য্যের দরকার পড়বে।
নেটিজেনরা এই পাসওয়ার্ড দেখে বিভিন্ন মজার কমেন্ট করেছেন। যে এই পাসওয়ার্ড দিয়েছেন তিনি হয়তো মজা করার জন্যই এমনটা করেছেন।
— Pablo Rochat (@PabloRochat) August 27, 2020