Bangla News Dunia, দীনেশ : বন্ধ হয়ে যাচ্ছে হিন্ডেনবার্গ রিসার্চ(Hindenburg Research)! বিশ্বজুড়ে বিভিন্ন কোম্পানির(যার মধ্যে ভারতের আদানি গ্রুপও রয়েছে) বিরুদ্ধে আনা তাঁদের জালিয়াতি এবং কারচুপির অভিযোগ ইতিমধ্যেই রাতের ঘুম কেড়েছে সেইসব কোম্পানির। আমেরিকার সেই শর্ট সেলার সংস্থাটি অবশেষে কেন বন্ধ হয়ে যাচ্ছে? উল্লেখ্য, ‘হিন্ডেনবার্গ রিসার্চ’ একটি মার্কিন সংস্থা যারা গবেষণার মাধ্যমে বিভিন্ন সংস্থার শর্ট-সেলিং স্টক এবং কর্পোরেট জালিয়াতি প্রকাশ্যে আনার কাজ করে।
আরো পড়ুন :- বরফে ঢাকা গ্রিনল্যান্ড কিনতে কেন এত মরিয়া হয়ে উঠেছেন ট্রাম্প? জানতে পড়ুন বিস্তারিত
২০১৭ সালে সংস্থাটির প্রতিষ্ঠা করেন নাথান অ্যান্ডারসন। ২০২০ সালে নিকোলা কর্পোরেশন নামক এক বৈদ্যুতিক ট্রাক নির্মাতা সংস্থার বিরুদ্ধে তাঁরা প্রযুক্তি জাল করার এবং বিনিয়োগকারীদের বিভ্রান্ত করার অভিযোগ প্রকাশ্যে আনেন। এর ফলে সংস্থাটির প্রতিষ্ঠাতা ট্রেভর মিলটনের বিরুদ্ধে মার্কিন আইনের অধীনে অভিযোগ দায়ের হয়। ২০২৩ সালে ভারতের আদানি গ্রুপের বিরুদ্ধে তাঁদের আনা স্টক কারচুপি এবং অ্যাকাউন্টিং-এ জালিয়াতির অভিযোগের ফলে সংস্থাটিকে প্রায় ১০০ বিলিয়ন ডলারের মার্কেট ভ্যালু হারাতে হয়েছিল।
আরো পড়ুন :- সাংবাদিকের সঙ্গে প্রেমে মজে মেসি? মুখ খুললেন মার্তিনেজ়
এহেন আমেরিকান শর্ট সেলার সংস্থাটি হঠাৎ কেন বন্ধ হয়ে যাচ্ছে সেই বিষয়ে কিন্তু নানান প্রশ্ন উঠতে শুরু করেছে। এই সিদ্ধান্তের পেছনের কারণটি কি একান্তই ব্যাক্তিগত না কোনও রাজনৈতিক চাপের দরুন নেওয়া? ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক প্রত্যাবর্তন এবং শর্ট-সেলারদের উপর ক্রমবর্ধমান তদন্তের চাপ কি ত্বরান্বিত করেছে এই সিদ্ধান্ত?
আরো পড়ুন :- ২টো কম্পিউটার আর দুজনের টিম, মাসে মাসে ঘরে বসে আয় ১.৫ লক্ষ টাকা ! একদম নতুন ব্যবসা
হিন্ডেনবার্গের প্রতিষ্ঠাতা নাথান অ্যান্ডারসন গবেষণা সংস্থাটির অফিসিয়াল ওয়েবসাইটে একটি ব্যক্তিগত নোটে লিখেছেন,“আমি গত বছরের শেষের দিকেই পরিবার, বন্ধুবান্ধব এবং আমাদের দলের সদস্যদের এই ব্যাপারটি জানিয়েছি যে, আমি হিন্ডেনবার্গ রিসার্চ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছি। আমরা যে ধারণা নিয়ে এই কাজটি শুরু করেছিলাম সে কাজের পাইপলাইন শেষ হয়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমাদের শেষ কেসের ওপরে কাজ সম্পন্ন করেছি এবং আজ এই খবরটি ঘোষণা করছি।”