বর্তমান বিশ্বে ধনী দেশ চীন ! বলছে সমীক্ষা

By Bangla News Dunia Desk - Pallab

Updated on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী : করোনা পরবর্তী বিশ্বে জীবন যাত্রায় বিরাট বদল এসেছে। সবচেয়ে বেশি প্রভাব পড়েছে পৃথিবীর সব দেশের অর্থনীতিতে। বিশ্বের সব বিত্তশালী দেশ গুলিও মহামারীর হানায় চরম অস্বস্তিতে পড়েছে। যেমন বেকারের সংখ্যা বেড়েছে, অন্যদিকে স্বাস্থ্য-সহ জনকল্যাণমূলক বিভিন্ন ক্ষেত্র গুলিতে বরাদ্দ বাড়াতে বাধ্য হয়েছে সরকার গুলি। নয়া সমীক্ষায় জানা গেল, আমেরিকাকে টপকে বর্তমান বিশ্বের ধনী দেশ হিসেবে উঠে এসেছে চিন।

avilo home

বিভিন্ন দেশের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে সমীক্ষা চালায় আন্তর্জাতিক সংস্থা ম্যাকিনসে অ্যান্ড কোম্পানি। কোভিড পরবর্তী বিশ্ব অর্থনীতিতে বিভিন্ন দেশের আয় ব্যয় সহ নানা বিষয় নিয়ে সমীক্ষা চালায়। গবেষকরা জানিয়েছেন, বিশ্ব অর্থনীতির ৬০ শতাংশ দখল করেছে ১০টি ধনী দেশ।

দেশের অর্থনৈতিক শক্তি বৃদ্ধির ক্ষেত্রে সবার আগে রয়েছে চিন। ২০২০ সালের থেকে চিনের অর্থনীতি এক-তৃতীয়াংশ বেড়েছে। সেই আর্থিক সক্ষমতার পরিমাণ ১২০ ট্রিলিয়ন ডলার। তবে নয়া নীতির কারণে আমেরিকা কিছুটা পিছিয়ে রয়েছে। দুই দশকে দেশের আয় বেড়েছে ৯০ ট্রিলিয়ন ডলার।

ম্যাকিনসে অ্যান্ড কোম্পানির তথ্য অনুযায়ী বিশ্ব অর্থনীতিতে মূলত ছড়ি ঘোরাচ্ছে রিয়েল এস্টেট আমেরিকা ও চিনের মতো প্রথম সারির অর্থনীতির দেশেও মধ্যবিত্তের সাধ্যের বাইরে জমি-বাড়ির দাম। ফলে গৃহহীনদের সংখ্যা বাড়ছে। মারাত্মক আকারে না হলেও ভারতের মতো উন্নয়নশীল দেশেও রিয়েল এস্টেটের দাম ক্রমশ আকাশছোঁয়া। যা আগামী দিনের জন্য খুবই উদ্বেগের।

আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল

মাস্ক ব্যবহার করুন আর সামাজিক দূরত্ব বজায় রাখুন। টিকা নিন আর সুস্থ থাকুন

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন