বহুবার ভারতের মোদী সরকারকে ভঙ্গ করার চেষ্টা হয়েছে , বক্তব্য বিদেশমন্ত্রীর

By Bangla news dunia Desk

Published on:

Bangla News Dunia , দীনেশ দেব :- ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ৭ দিনের জন্য আমেরিকা সফরে গেছেন সেখানে তিনি বিভিন্ন বিশিষ্ট ব্যাক্তিদের সাথে বৈঠক করবেন। সেই অনুযায়ী তিনি আমেরিকার ন্যাশনাল সিকিউরিটি এডভাইজার ( NSA ) এর সাথে বৈঠক করেন। সেখানে দুই দেশের আভ্যন্তরিক ও বৈদেশিক রণনীতি নিয়ে আলোচনা হয়।

ওই বৈঠকে ভারতের বিদেশমন্ত্রীর কাছে জিজ্ঞাসা করা হয় ভারতের মধ্যে ধীরে ধীরে গণতন্ত্র দুর্বল হয়ে পড়ছে না ? কারণ আমেরিকা সহ সারা বিশ্ব ভারতের লাল কেল্লায় কৃষক আন্দোলন দেখেছে , ভারতের করোনা পরিস্থিতি দেখেছে। এই প্রশ্নের উত্তরে বিদেশমন্ত্রী বলেন , ভারতের গণতন্ত্র অবশই দুর্বল করার চেষ্টা করা হয়েছে। আর তা ভারতের ভিতর থেকে যতটা চেষ্টা করা হয়েছে ঠিক ততটাই ভারতের বাইরে থেকে ও চেষ্টা করা হয়েছে।

আরো পড়ুন :- ভারতের ব্রহ্মস মিসাইলকে ভয় পায় চীন ! স্বীকার করলো নিজেই

তিনি ভারতের বাইরের কথা বলতে কানাডা অথাৎ যেখানে কৃষক আন্দোলনের জন্য আন্দোলন করা হয়েছিল। এছাড়া তিনি পাকিস্তানের দিকেও আঙুল তোলেন। তিনি আরো বলেন ভারতের বহুমতের সরকারকে ভঙ্গ করার চেষ্টা করা হয়েছে বহুবার। তার জন্য বিভিন্ন দুষ্প্রচার করা হয়েছে। যাতে সরকারের উপর আঙুল তোলা যায়। এমনকি দেশের মধ্যে এমন পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে যাতে ভারতের সরকারের উপর আন্তর্জাতিক চাপ আসতে থাকে।

আরো পড়ুন :- সারা দুনিয়াকে চমকে দিলো তুর্কি , ভারতকে পাঠালো সাহায্য !

আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন

বিশেষ বিজ্ঞপ্তি :- বর্তমান সময়ে আমরা সকল দেশ বাসি করোনা মহামারীর মধ্যে দিয়ে যাচ্ছি। দেশে করোনা মারাত্মক আকার ধারণ করেছে। এই অবস্থায় নিজের ও নিজের পরিবারের খেয়াল রাখুন। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বেরোবেন না। আপনার সময় আসলে ভ্যাকসিন নিন। এতে করোনা থেকে মুক্তি পাবেন। ভয় পাবেন না নিয়ম মেনে চলুন। নিজে সুস্থ থাকুন ও অপরকে সুস্থ রাখুন। একদিন খারাপ সময় কেটে গিয়ে ভালো সময় আসবে।

আরো পড়ুন :- আমেরিকাকে ধমকানোর চেষ্টা পাক বিদেশমন্ত্রী কুরেশির !

Bangla news dunia Desk

মন্তব্য করুন