Bangla News Dunia, দীনেশ :- মুক্তিযুদ্ধের স্মৃতিগুলিকে একে একে ধ্বংস করার পর এবার মুক্তিযোদ্ধাদের (Freedom Fighters) দিকে নজর বাংলাদেশের (Bangladesh) তথাকথিত ছাত্র-জনতার। গত একবছর যাবৎ ব্রেনস্ট্রোকে আক্রান্ত হয়ে শয্যাশায়ী ছিলেন ’৭১-এর মুক্তিযুদ্ধে অংশ নেওয়া শফিউল্লাহ শফি। মঙ্গলবার মাঝরাতে তাঁকেই ঢাকার বাড়ি থেকে তুলে নিয়ে গিয়েছে ছাত্র-জনতা পরিচয় দেওয়া কয়েকজন। হেনস্তা, মারধরের পর ওইদিন রাতেই তাঁকে পুলিশের হাতে তুলে দেয় হামলাকারীরা। আশ্চর্যজনকভাবে কোনও অভিযোগ না থাকা সত্ত্বেও প্রবীণ মুক্তিযোদ্ধাকে গ্রেপ্তার করেছে মুহাম্মদ ইউনূস (Muhammad Yunus) সরকারের পুলিশ।
আরো পড়ুন :- ফোন ধরলেই সর্বনাশ ! এই নম্বরগুলি থেকে কল আসলে ভুলেও তুলবেন না
আদতে মুন্সিগঞ্জের গজারিয়ার বাসিন্দা শফি বর্তমানে জেলা আওয়ামি লিগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক। অতীতে গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামি লিগের সহ সভাপতি ছিলেন তিনি। গজারিয়া থানার ওসি আমিনুল ইসলাম বলেন, ‘গত রাতে তাঁকে ঢাকার মুগদার বাড়ি থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লোকেরা আটক করে মুগদা থানা পুলিশের কাছে হস্তান্তর করে। আমরা তাঁকে মুন্সিগঞ্জ সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছি। সেখানে মামলার প্রস্তুতি চলছে।’
আরো পড়ুন :- ভয়ঙ্কর যুদ্ধ কি আসন্ন ? পাক সীমান্তের দিকে এগোচ্ছে ১৫ হাজার তালিবান সেনা
শফির স্ত্রী উম্মে হালিমা বলেন, ‘মাঝরাতে কিছু লোক তাঁকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়েছে। কী কারণে তাঁকে নিয়ে যাওয়া হয়েছে সেই বিষয়ে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। তাঁর নামে কোনও মামলা ছিল না।’ দিনকয়েক আগে ৭৯ বছর বয়সি মুক্তিযোদ্ধা তথা কৃষক লিগের কেন্দ্রীয় কমিটির সদস্য আবদুল হাই ওরফে কানুকে জুতোর মালা পরিয়ে ঘুরিয়েছিল কয়েকজন জামাত কর্মী। সেই ঘটনার জের কাটতে না কাটতে বাংলাদেশে আরও এক মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনা সামনে এল।