বাংলাদেশে ডেঙ্গিতে মৃত চার শতাধিক, আলোচনায় ইউনূসের সরকার

By Bangla news dunia Desk

Published on:

 

Bangla News Dunia, দীনেশ :- প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষ্যে দেশকে নতুনের পথে নিয়ে যাওয়ার বার্তা দেওয়া হয়েছে। কিন্তু তারই মধ্যে বাংলাদেশে (Bangladesh) ডেঙ্গি পরিস্থিতি যেভাবে ভয়াবহ আকার নিচ্ছে তা নিয়ে উদ্বেগ ক্রমশ বাড়ছে। এখনও পর্যন্ত ডেঙ্গিতে (Dengue) আক্রান্ত হয়ে ৪০০রও বেশি মানুষ মারা গিয়েছেন। দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ৭৮,৫৯৫ জন ডেঙ্গি আক্রান্ত। অসময়ে বৃষ্টিকেই এর জন্য দায়ী করেছেন বিশেষজ্ঞরা। জাহাঙ্গিরনগর বিশ্ববিদ্যালয়ের জীববিদ্যার অধ্যাপক কবিরুল বাশার বলেন, ‘আমরা অক্টোবরেও বর্ষাকালের মতো বৃষ্টি পেয়েছি এবার। এটা অস্বাভাবিক। আবহাওয়ার এরকম খামখেয়ালি আচরণের জন্য এডিশ ইজিপ্টাই মশার বংশবৃদ্ধি হয়েছে।

আরো পড়ুন :- লক্ষীর ভান্ডার প্রকল্পে বড় সুখবর ! এবার ১০০০ টাকা থেকে ভাতা বেড়ে ২০০০ টাকা হচ্ছে

আরো পড়ুন :- চরম হুঁশিয়ারির মুখে ইউনূস সরকার !

যে সমস্ত শহরে ঘনবসতি রয়েছে সেখানে ডেঙ্গি ভয়াবহ আকার নিয়েছে। ডেঙ্গি মোকাবিলায় দ্রুত চিকিত্সা করানোর বার্তাও দিয়েছেন চিকিৎসকেরা। বাশার জানিয়েছেন, ডেঙ্গি রুখতে দেশজুড়ে নজরদারির প্রয়োজন রয়েছে।  গতবছর ডেঙ্গিতে ১৭০৫ জনের মৃত্যু হয়েছিল। আক্রান্ত হয়েছিলেন ৩,২১,০০০ জন। তবে বাংলাদেশের হাসপাতালগুলির যা অবস্থা তাতে ডেঙ্গি আক্রান্তদের চিকিৎসা করাতে গিয়ে রীতিমতো নাজেহাল হচ্ছেন তাঁদের পরিবার পরিজনেরা। এই পরিস্থিতিতে স্বাস্থ্য বিশেষজ্ঞরা ডেঙ্গি মোকাবিলায় একাধিক সুরক্ষাবিধি গ্রহণের আবেদন জানিয়েছেন। কিন্তু তাতে মূল সমস্যার সুরাহা কীভাবে সম্ভব তা নিয়ে প্রশ্ন থাকছেই।

আরো পড়ুন:-প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা ফর্ম ফিলাপ ও স্ট্যাটাস চেক কিভাবে করবেন? জেনে নিন

আরো পড়ুন:- ভূমিকম্পে বাঁচতে পারে কোটি কোটি প্রাণ? ISRO মহাকাশে পাঠাচ্ছে সবচেয়ে পাওয়াফুল স্যাটেলাইট

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

আরো পড়ুন :- কয়েকশ কোটি ব্যয়ে তৈরি হচ্ছে ভারতের প্রথম ডেডিকেটেড লাইন, ২৩০ কিমি বেগে ছুটবে ট্রেন

আরো পড়ুন :- আবাস, ১০০ দিনের পর এ বার সর্বশিক্ষা মিশনের টাকাও বন্ধ, কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ রাজ্যের

আরো পড়ুন :- রোজ ঝগড়া হয়? সম্পর্ককে ভালো রাখুন ‘৫ সেকেন্ড রুল’ মেনে

 

 

Bangla news dunia Desk

মন্তব্য করুন