Bangla News Dunia , অজয় দাস :- প্যালেস্টাইন ও ইসরায়েলের মধ্যে সংঘর্ষ থামার নামই নিচ্ছে না। এখন পর্যন্ত প্রায় ২ হাজারের কাছাকাছি রকেট হামলা করেছে প্যালেস্টাইনের আতঙ্কবাদী সংগঠন হামাস। এমনকি ঈদের দিনেও এই সংগঠন ইসরায়েলের উপর হামলা করে। আর ইসরায়েলের তরফ থেকে প্রধানমন্ত্রী নেতানাহু আগেই জানিয়েছেন তারা হামাসকে ধ্বংস করেই ছাড়বেন।
এর পরেই আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেন জানিয়েছেন যে , তারা ইসরায়েলের সমর্থন করেন , তিনি বলেন ইসরায়েলের সম্পূর্ণ অধিকার আছে নিজের দেশের রক্ষা করার। কারণ হামাস আতঙ্কবাদী সংগঠন আগে ইসরায়েলের উপর রকেট হামলা করে। এর পরেই ফ্রান্স ও ইসরায়েলের হয়ে সমর্থন দেয়।
আরো পড়ুন :- ” সঙ্গম করতে যাবো ” পুলিশের কাছে ই-পাস চাইলেন এক ব্যাক্তি !
অপর দিকে UNSC তে প্যালেস্টাইন ও ইসরায়েলের মামলা নিয়ে পৌঁছোয় তুর্কি ও পাকিস্তান। সেখানে বৈঠক হবার আগেই আমেরিকা ওই বৈঠককে বন্ধ ( Block ) করে দেয়। তার পর চীনের তরফ থেকে আজ অথাৎ শুক্রবার প্যালেস্টাইন ও ইসরায়েলের সংঘর্ষ নিয়ে আরো একটি বৈঠকের আয়োজন করা হয়। যেখানে UNSC -র ১৫ সদস্য দেশ , তার মধ্যে ভারত ও সামিল ছিল। ওই বৈঠক শুরু হওয়ার আগেই আমেরিকা ওই বৈঠক কে বন্ধ ( Block ) করে দেয়।
আমেরিকার তরফ থেকে ওই বৈঠক মঙ্গলবার করবার কথা বলা হলে কিছু দেশ তার বিরোধিতা করে। ফলে সকলের সম্মতির সহিত ওই বৈঠক আগামী রবিবার আয়োজন করা হবে বলে জানানো হয়। কিন্তু আশঙ্কা রয়েছে ওই বৈঠকের পরে ইসরায়েলের উপর কোনো প্রকার নিষেধাজ্ঞা জারি করতে গেলে বা বয়ান জারি করতে গেলে তা ও আটকে দিতে পারে আমেরিকা। কারণ আমেরিকার কাছে ভিটো পাওয়ার আছে। এর থেকেই প্রমান পাওয়া যাচ্ছে যে আমেরিকা ইসরায়েলের হাত খুলে দিয়েছে।
আরো পড়ুন :- পাকিস্তান মিডিয়ার দাবি ১০-১২ মিনিটের মধ্যে পাকিস্তান ইসরায়েলকে ধ্বংস করতে পারে !
আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
বিশেষ বিজ্ঞপ্তি :- বর্তমান সময়ে আমরা সকল দেশ বাসি করোনা মহামারীর মধ্যে দিয়ে যাচ্ছি। দেশে করোনা মারাত্মক আকার ধারণ করেছে। এই অবস্থায় নিজের ও নিজের পরিবারের খেয়াল রাখুন। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বেরোবেন না। আপনার সময় আসলে ভ্যাকসিন নিন। এতে করোনা থেকে মুক্তি পাবেন। ভয় পাবেন না নিয়ম মেনে চলুন। নিজে সুস্থ থাকুন ও অপরকে সুস্থ রাখুন। একদিন খারাপ সময় কেটে গিয়ে ভালো সময় আসবে।
আরো পড়ুন :- মাত্র কয়েক বছরে চীনের সিনজিয়াং প্রদেশে ১৭০ টির বেশি মসজিদ ধ্বংস করেছে চীন