বালোচিস্তানে পাক সেনার বাসে বোমা বিস্ফোরণ ! নিহত কমপক্ষে ৬, আহত অনেকে

By Bangla News Dunia Dinesh

Published on:

 

Bangla News Dunia, দীনেশ : পাকিস্তানের (Pakistan) বালোচিস্তান প্রদেশে (Balochistan province) ভয়াবহ হামলা। শনিবার একটি বাসে বিস্ফোরণের জেরে মৃত্যু হয়েছে আধাসেনা সহ ৬ জনের। আহতও হয়েছেন অনেকে। ইতিমধ্যেই হামলার দায় স্বীকার করেছে বালোচ লিবারেশন আর্মি (BLA)।

আরো পড়ুন :- অবশেষে ৩২ হাজার Group D কর্মী নিয়োগ শুরু ! প্রকাশিত হল বিজ্ঞপ্তিও

সূত্রের খবর, আধাসেনা নিয়ে করাচি থেকে তুরবত শহরে যাচ্ছিল বাসটি। সেই সময় আইইডি বিস্ফোরণটি (IED blast) ঘটানো হয়। বাসটির আশপাশে থাকা গাড়িও ক্ষতিগ্রস্ত হয় বিস্ফোরণের জেরে। আধাসেনার পাশাপাশি সাধারণ নাগরিকদেরও মৃত্যু হয়েছে ঘটনায়। আহত হয়েছেন অন্তত ২৫ জন। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পাক সেনা, বিশাল পুলিশবাহিনী ও দমকল। হামলার দায় স্বীকার করে বিএলএ-এর তরফে জানানো হয়েছে, সেনার কনভয়কে লক্ষ্য করেই বিস্ফোরণটি ঘটানো হয়। এই হামলার তীব্র নিন্দা করেছেন বালোচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি।

আরও পড়ুন:– স্পিড ব্রেকারের ঝাঁকুনিতে অ্যাম্বুল্যান্সে বেঁচে উঠলেন ‘মৃত’, তারপর….

উল্লেখ্য, পাকিস্তানের সরকারের সঙ্গে বহুদিনের বিরোধ বালোচদের। তারা পাক সরকারকে স্বীকার করে না। তাদের দাবি, চিনের সঙ্গে গোপন ষড়যন্ত্র করে বালোচিস্তানের সম্পদ লুট করছে পাক সরকার। এর আগেও পাকিস্তানে একাধিকবার হামলা চালিয়েছে বিএলএ।

আরও পড়ুন:– বরফের মতো সাদা হয়ে যাচ্ছে শিশুরা, শীতের কামড়ে আরও বেহাল গাজ়া

 

 

 

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন