Bangla News Dunia, সমরেশ দাস :- একটা ভালো প্রাতঃরাশ করতে গেলে আমাদের মনেহয় ১০০ টাকা খরচ হয়ে যায় , একটা সিনেমার টিকেট ও এর থেকে বেশি । আর একটা আস্ত বাড়ি আর সেটা খেলনা নয় । মানুষ থাকতে পারবে সেখানে , তার দাম নাকি ৮৫ টাকা ভাবা যায় ।
সিন্কফ্রন্ডই ইতালির একটি ছোট শহর। ইতালির Calabria এলাকায় এই ছোট্ট শহরটি অবস্থিত। সম্প্রতি এই শহর ঘোষণা করেছে এটি করোনা মুক্ত। আর আগের থেকে আরও বেশি করে বাসিন্দা যাতে এই শহরে এসে থাকেন, সেই কারণেই এখানকার এক একটি বাড়ি বিক্রি হচ্ছে মাত্র ৮৫ টাকায়।
ইতালির এই শহরটিতে একজনও করোনা আক্রান্ত নেই। তাই ‘অপরেশন বিউটি’ নামে এই প্রকল্প নিয়েছেন শহরের মেয়র। স্থানীয়রা জানিয়েছেন, সাধারণত যুবক যুবতীরা চাকরির জন্য এই ধরণের শহর ছেড়ে মূল শহরে চলে যান। তাই এখানে বেশিরভাগ বাড়িই খালি পড়ে থাকে। তাই নতুন করে শহর গড়তে চাইছে প্রশাসন। মিশেল কোনিয়া, শহরের মেয়র জানিয়েছেন, যাতে শহরের একটি অংশ একেবারে জনশূন্য না হয়ে পড়ে, সেই কারণেই এই প্রকল্প নেওয়া হয়েছে।
তিনি বলেছেন, ‘আমাদের শহরের একদিকে পাহাড়, অন্যদিকে দুই সমুদ্র। শহরের মধ্যে থেকে মাত্র ১৫ মিনিট গাড়িতে গেলেই সমুদ্রের দেখা মেলে। আছে একটি ছোট নদীও। সব মিলিয়ে মনোরম পরিবেশ। কিন্তু একটি জেলা একেবারে জনশূন্য হয়ে পড়ে আছে। পাহাড়ের কোলে সেইসব বাড়ি দেখভালের অভাবে ধুঁকছে। আমরা চায় সেখানে লোক এসে থাকুক।’
Highlights
১. একটা ভালো প্রাতঃরাশ করতে গেলে আমাদের মনেহয় ১০০ টাকা খরচ হয়ে যায় , একটা সিনেমার টিকেট ও এর থেকে বেশি
২. আর একটা আস্ত বাড়ি আর সেটা খেলনা নয় । মানুষ থাকতে পারবে সেখানে , তার দাম নাকি ৮৫ টাকা ভাবা যায়
#Italy #Home at 85 #Corona Free