বিমান হামলার প্রতিশোধ ! পাক সীমান্ত লাগোয়া একাধিক পোস্টে হামলা চালালো তালিবান

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, দীনেশ :- ক্রমশ তীব্র হচ্ছে আফগান তালিবান ও পাকিস্তান বিবাদ। তালিবানের তরফে পাকিস্তানের একাধিক পোস্টে আঘাত হানা হয়েছে বলে খবর। শাহবাজ শরিফের বাহিনী গত ২৪ ডিসেম্বর আফগানিস্তানে হামলা চালায়। এতে ৪৬ জন নিহত হন, যার মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। তবে পাক সরকারের যুক্তি ছিল, আফগানিস্তানে ‘বিদ্রোহীদের’ প্রশিক্ষণকেন্দ্র ধ্বংস করতে বিমান হামলা চালানো হয়েছে।

আরো পড়ুন :- মাত্র 3,530 টাকা ঢেলে 33 কোটি রিটার্ন ! 6 মাসে কোটিপতি বিনিয়োগকারীরা, জানুন সেই মাল্টিব্যাগার শেয়ার সম্পর্কে

যদিও সেই যুক্তি মানতে নারাজ আফগানিস্তানের তালিবান সরকার। তারা পালটা হামলা শুরু করেছে। শনিবার তালিবানের তরফে পাকিস্তানের একাধিক পোস্ট লক্ষ্য করে হামলা চালানো হয়। আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, গত সপ্তাহের বিমান হামলার প্রতিশোধ হিসেবে তালিবান বাহিনী পাক সীমান্ত লাগোয়া এলাকায় হামলা চালিয়েছে। তবে হতাহতের সংখ্যা জানা যায়নি। পাকিস্তানের সামরিক বাহিনী এ বিষয়ে কোনও মন্তব্য করেনি।

আরো পড়ুন :- ভয়ঙ্কর যুদ্ধ কি আসন্ন ? পাক সীমান্তের দিকে এগোচ্ছে ১৫ হাজার তালিবান সেনা

আরো পড়ুন :- ফোন ধরলেই সর্বনাশ ! এই নম্বরগুলি থেকে কল আসলে ভুলেও তুলবেন না

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন