Bangla News Dunia,অজয় দাস :- ভারত ও চীনের মধ্যে সম্পর্কের অবনতি আগেই হয়েছে। আজ কেন্দ্র সরকারের পক্ষ থেকে চীন সীমান্তে অবস্থিত ভারতীয় সেনাদের হাত খুলে দিলো সরকার , অথাৎ ভারতীয় সেনা নিজের ইচ্ছে মতো চীনের বিরুদ্ধে লড়াই করতে পারবে। এর আগেও পুলওয়াম ঘটনার পর ভারত সরকার পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় সেনাদের হাত খুলে দিয়েছিলো। তখন দেশবাসী দেখেছে ভারতীয় সেনার পরাক্রম।
বর্তমানে সাউথ ব্লকে রক্ষা মন্ত্রী রাজনাথ সিংহের সাথে তিন সেনার প্রধান ও চিফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত – এর মিটিং চলছে। এই দিন ভারতের পক্ষ থেকে বলা হয় ৪৩ জন চীন সৈনিক মারা গেছে ১৫ তারিক রাতে। আমেরিকার তরফ থেকে বলা হয় প্রায় ৩৫ জন চীনা সৈনিক ওই দিন রাতে ভারতীয় সেনার সাথে লড়াইয়ে মারা গেছে। তবে ভারতের ও ২০ জন সৈনিক এই লড়াই – এ প্রাণ হারিয়েছে।
এই দিন কেন্দ্র সরকারের পক্ষ থেকে ভারতীয় সেনাকে বলা হয় সেনা যা ভালো বুঝবে তাই করবে। ভারত ১ ইঞ্চি জমিও চীনকে দেবেনা। ভারতের সম্প্রভূত যাতে রক্ষা হয়।
বিস্তারিত আসছে –