বিশ্বমঞ্চে নয়া বার্তা মোদির , দেখুন বিস্তারিত

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- বিশ্বমঞ্চে নয়া বার্তা মোদির। শুক্রবার রাষ্ট্রসঙ্ঘের মঞ্চে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ রাষ্ট্রসঙ্ঘের ৭৫তম বর্ষপূর্তি উপলক্ষ্যে ভার্চুয়াল মাধ্যমে ভাষণ দেন মোদি।নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য নির্বাচিত হয়েছে ভারত। জুনে নির্বাচিত হওয়ার পর এই প্রথম ভাষণ দিলেন মোদি। উনি আজ নিজের ভাষণে করোনা মহামারী, প্রাকৃতিক দুর্যোগ, আত্মনির্ভর ভারত, আয়ুষ্মান ভারত যোজনা, সিঙ্গেল ইউজ প্ল্যাস্টিক ব্যান, আর্থিক প্যাকেজ আর সার্ক কোভিড এমার্জেন্সি সমেত অনেক ইস্যু তুলে ধরেন।

এদিনের ভাষণে মোদি বলেন করোনা মোকাবিলায় একজোট হয়ে লড়াই করেছি ৷ ১৫০টি দেশকে ওষুধ ও অন্যান্য পরিষেবা দিয়ে সাহায্য করেছে ভারত। গরিবদের চিকিৎসার জন্য আয়ূষ্মান প্রকল্প রয়েছে ৷ এটি পৃথিবীর সবচেয়ে বড় প্রকল্প ৷ সবকা সাথ সবকা বিকাশ দেশের লক্ষ্য বলে জানিয়েছেন নমো। উনি বলেন, করোনা ভাইরাস মহামারীর বিরুদ্ধে লড়াইকে আমরা জনআন্দোলন বানিয়েছি। করোনার বিরুদ্ধে লড়াইয়ে আমাদের স্বাস্থ্য প্রণালী গোটা বিশ্বকে এই সংক্রমণ থেকে উদ্ধার করার সবথেকে ভালো দর সুনিশ্চিত করাতে সাহায্য করেছে।

united nation

তিনি বলেন, ভারত প্রতিটি দিকে এগিয়ে যাচ্ছে। দেশে মহিলাদের মজবুত করতে যথা সম্ভব চেষ্টা করা হচ্ছে। বিগত ৬ বছরে ডায়রেক্ট বেনিফিশিয়ারি প্রোগ্রাম অনুযায়ী ৪০ কোটি ব্যাংক অ্যাকাউন্টে টাকা দিয়ে সরাসরি মানুষের কাছে সুবিধা পৌঁছে দেওয়া হয়েছে। উনি বলেন, আমাদের এজেন্ডা ২০৩০ নিয়ে দ্রুত গতিতে কাজ করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, সরকারের তরফ থেকে চালানো খাদ্য সুরক্ষা যোজনার মাধ্যমে ৮০ কোটি মানুষ উপকৃত হয়েছে। দেশের ৭৫ তম স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে ২০২২ পর্যন্ত প্রতিটি নাগরিকের মাথায় ছাদ তুলে দেওয়ার পরিকল্পনা চরম গতিতে এগিয়ে চলেছে।

তিনি আরও জানিয়েছেন, দেশে করোনায় মৃত্যু হার সবচেয়ে কম ৷ এটা স্বাস্থ্যকর্মীদের জন্যই সম্ভব হয়েছে ৷ প্রধানমন্ত্রী আরও বলেছেন, ভারত নিজের দায়িত্ব সম্বন্ধে সচেতন ৷ করোনার বিরুদ্ধে জয়ী হতে হলে একজোট হয়ে লড়াই করতে হবে ৷

Highlights

1. বিশ্বমঞ্চে নয়া বার্তা মোদির

2. করোনার বিরুদ্ধে জয়ী হতে হলে একজোট হয়ে লড়াই করতে হবে 

#UN #NAMO

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন